ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : জাতিসংঘ সাধারণ পরিষদ সোমবার আফগানিস্তানের তালেবান সরকার কর্তৃক নারী ও মেয়েদের ওপর ‘পরিকল্পিত নিপীড়নের’ নিন্দা জানিয়েছে।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রস্তাবটি ১১৬টি ভোটে গৃহীত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল প্রস্তাবের বিপক্ষে এবং ১২টি দেশ ভোটে বিরত ছিল।
এই প্রস্তাব জাতিসংঘ ‘তালেবান কর্তৃক আফগানিস্তানের সকল নারী ও মেয়েদের ওপর গুরুতর, ক্রমবর্ধমান, ব্যাপক এবং পদ্ধতিগত নিপীড়নের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।’
এতে বলা হয়েছে, তালেবান, একটি কঠোর রক্ষণশীল ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী যারা ২০২১ সালে দেশটির নিয়ন্ত্রণ নেয়, ‘বৈষম্য, বিচ্ছিন্নতা, মানবিক মর্যাদার প্রতি অসম্মান এবং নারী ও মেয়েদের বর্জনের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।’
ক্ষমতা গ্রহণের পর থেকে, তালেবান সরকার, যারা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটি শাসন করেছিল, নারীদের শিক্ষা এবং কাজ করার ক্ষমতা সীমিত করেছে এবং তাদের জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ থেকে বিরত রেখেছে।
সদস্য রাষ্ট্রগুলো তালেবানদের ‘দ্রুত পরস্পরবিরোধী নীতি ও অনুশীলন বাতিল করার’ আহ্বান জানিয়েছে, যার মধ্যে রয়েছে এমন আইন যা ‘নারী ও মেয়েদের মানবাধিকার এবং সমস্ত আফগানের মৌলিক ব্যক্তিগত স্বাধীনতার ওপর ইতিমধ্যেই অসহনীয় বিধিনিষেধকে প্রসারিত করেছে।’
প্রস্তাবটি ২০২৩ সালে জাতিসংঘ কর্তৃক তালেবান সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি সমন্বয়ে দোহা আলোচনা শুরু করার জন্য স্বাগত জানিয়েছে এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে এই প্রক্রিয়াটি সহজতর করার জন্য একজন সমন্বয়কারী নিয়োগের আহ্বান জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করেছে এবং তালেবান সরকারের সাথে সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছে।
মার্কিন প্রতিনিধি জোনাথন শ্রিয়ার বলেছেন, ‘তালেবানদের ক্ষমতা দখলের প্রায় চার বছর পর, আমরা একই কথোপকথন চালিয়ে যাচ্ছি এবং আফগানিস্তানের পরিস্থিতির উন্নতির জন্য তাদের কাছ থেকে ফলাফল দাবি না করেই একই তথাকথিত তালেবান কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি’।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আর তাদের জঘন্য আচরণকে অনুমোদন দেবে না।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর পর তালেবানরা ক্ষমতায় ফিরে আসে, চুক্তির আওতায় বিদেশী বাহিনী প্রত্যাহারের পর দেশটির সরকারকে উৎখাত করে।
গত সপ্তাহে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ।