টেক্সাসে ভয়াবহ বন্যার কয়েক দিন পরও ১৬০ জনের অধিক নিখোঁজ 

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:৪১

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : টেক্সাসে ভয়াবহ বন্যার কয়েক দিন পরও ১৬০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  টেক্সাস রাজ্যের গভর্নর মঙ্গলবার বলেছেন বন্যায় ১০৯ জন নিহত হয়েছেন এবং নিখোঁজদের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।

গত শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের হান্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, টেক্সাসের বেশ কয়েকটি কাউন্টিতে আকস্মিক বন্যার চার দিন পর জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে। তিনি বলেন, নিখোঁজদের তালিকা আরো বাড়তে পারে।

মঙ্গলবার অনুসন্ধান অব্যাহত থাকা অবস্থায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কেবলমাত্র কের কাউন্টি এলাকায় ১৬১ জন নিখোঁজ  রয়েছেন। 

তিনি বলেন, ‘তালিকায় আরো কিছু লোক যুক্ত হতে পারে’। বন্ধু, আত্মীয়স্বজন এবং প্রতিবেশী কর্র্তৃক নিখোঁজ বলে রিপোর্ট করা ব্যক্তিদের ওপর ভিত্তি করে এই সংখ্যাটি তৈরি করা হয়েছে।

‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’ নামে পরিচিত টেক্সাসের মধ্যাঞ্চলীয় অঞ্চলের অংশ কের কাউন্টি এলকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেন কমপক্ষে ৯৪ জন নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ২৭ জন মেয়ে এবং পরামর্শদাতা রয়েছেন,  যারা শুক্রবার ভোরে গুয়াদালুপে নদীর তীরে একটি যুব গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থান করছিলেন।

অ্যাবট বলেন, ‘আমাদের হৃদয় ও মনে এই সম্প্রদায়ের মানুষদের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই, বিশেষ করে যারা এখনও নিখোঁজ রয়েছেন’। 

গভর্নর বলেন, এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা মঙ্গলবার প্রতিবেশী রাজ্য নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে ১৮৪ মাইল (২৯৬ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর রুইডোসোতে আকস্মিক বন্যার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ বন্যার পানিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
১০