পোপের সঙ্গে শান্তি আলোচনা জেলেনস্কির

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:৫০

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার পোপ লিও চতুর্দশ লিওর সঙ্গে বৈঠক করেছেন। রোমে আয়োজিত আন্তর্জাতিক ইউক্রেন পুনর্গঠন সম্মেলনের আগের দিন এই বৈঠক অনুষ্ঠিত হলো।

ভ্যাটিকানের এক বিবৃতির বরাতে এএফপি জানায়, বৈঠকে ‘ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জরুরি প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা হয়েছে। জেলেনস্কি এ সময় ইউক্রেন থেকে রাশিয়ায় অপহৃত হাজার হাজার শিশুকে ফিরিয়ে আনতে ভ্যাটিকানের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

দুই পক্ষের আলোচনায় আবারও মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনার জন্য ভ্যাটিকানকে সম্ভাব্য আয়োজক হিসেবে বিবেচনার বিষয়টি উঠে আসে—যদিও রাশিয়া মে মাসে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

পোপের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিথ কেলোগের সঙ্গে। তিনি রোমে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠেয় ইউক্রেন পুনর্গঠন সম্মেলনে অংশ নেবেন।

এই সম্মেলনের লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে সমর্থন জোগাড় করা, যার মধ্যে রয়েছে বেসরকারি বিনিয়োগও। এদিকে রাশিয়া একই সময়ে ইউক্রেনে হামলা বাড়িয়ে দিয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের কিয়েভকে সমর্থন কিছুটা স্তিমিত হলেও, সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়াবেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন বিষয়ক বক্তব্যকে ‘ধাপ্পাবাজি’ বলে অভিহিত করেছেন।

এটি পোপ চতুর্দশ লিও ও জেলেনস্কির দ্বিতীয় ব্যক্তিগত বৈঠক। গত মে মাসে মার্কিন নাগরিক চতুর্দশ লিও যখন ক্যাথলিক গির্জার সর্বোচ্চ পদে আসীন হন, তখন এ ধরনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবারের বৈঠকটি হয় পোপের গ্রীষ্মকালীন বাসভবন কাস্তেল গানদোলফোতে, রোমের দক্ষিণে হ্রদঘেরা একটি এলাকায়, যেখানে তিনি ২০ জুলাই পর্যন্ত বিশ্রামে থাকবেন।

ভ্যাটিকান জানায়, ‘সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় বৈরিতা বন্ধে সংলাপের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে। পোপ নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ইউক্রেনের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বন্দিদের মুক্তি এবং যৌথভাবে গ্রহণযোগ্য সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।’

ভ্যাটিকান আরও জানায়, ‘পোপ আবারও জানিয়েছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের শান্তি আলোচনার জন্য ভ্যাটিকানে স্বাগত জানাতে প্রস্তুত।’

পরে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে সহায়তার জন্য আমরা ভ্যাটিকানকে ধন্যবাদ জানাই।’

ইংরেজিতে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। আমরা আশা করি ভ্যাটিকান ও পোপ আমাদের এই যুদ্ধ অবসানে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের স্থান হিসেবে সাহায্য করবেন।’

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, তিনি পোপ লিওকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

জেলেনস্কির এ সফরের ঠিক আগেই রাশিয়া ইউক্রেনে বিগত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করে। রুশ পক্ষ বলছে, তারা ন্যাটো ও ইইউ সদস্য পোল্যান্ড-সীমান্তবর্তী একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
১০