টেক্সাসে ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ১৭০, বাড়তে পারে মৃতের সংখ্যা

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:১৯

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (এএফপি) : যুক্তরাষ্ট্রের টেক্সাসে চতুর্থ জুলাইয়ের ছুটির দিন আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯-এ পৌঁছেছে। তবে উদ্ধারকর্মীদের আশঙ্কা, এখনও নিখোঁজ থাকা বহু মানুষ জীবিত নেই, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের  হান্ট থেকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাতে এএফপি জানায়, এখনও ১৭০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। এর মধ্যে শুধু কের কাউন্টিতেই নিখোঁজ ১৬১ জন। এই কাউন্টিতেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। ৯৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। কের অঞ্চলটি ‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’ নামে পরিচিত, যেটি আকস্মিক বন্যার জন্য কুখ্যাত।

আব্বট বলেন, ‘এই তালিকায় আরও নাম যুক্ত হতে পারে। এখন আমাদের প্রধান কাজ হলো প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা।’

কের কাউন্টির গুয়াদালুপ নদীর তীরে অবস্থিত ‘ক্যাম্প মিস্টিক’ গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা অন্তত ২৭ জন কিশোরী ও পরামর্শক (কাউন্সেলর) মারা গেছেন। এখনও  ওই ক্যাম্পের পাঁচজন শিক্ষার্থী ও একজন পরামর্শক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ক্যাম্পের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন এক শিশুও নিখোঁজ রয়েছে। অন্য জেলাগুলিতে আরও অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

টেক্সাস গেম ওয়ার্ডেনসের কর্মকর্তা বেন বেকার বলেন, উদ্ধারকাজে হেলিকপ্টার, ড্রোন ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হলেও কাদা, পানি ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধার কাজ খুবই কঠিন হয়ে পড়েছে। ‘বিশাল ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ,’ বলেন তিনি।

জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানায়, বুধবার হিল কান্ট্রি এলাকায় আরও বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

টেক্সাসের প্রতিবেশী রাজ্য নিউ মেক্সিকোর রুইডোসো শহরেও মঙ্গলবার আকস্মিক বন্যায় তিনজন মারা গেছেন। সেখানে নদীর পানি ছয় মিটার পর্যন্ত উঠে গিয়েছিল, যা হলে রেকর্ড ভাঙবে বলে জানিয়েছে এনডব্লিউএস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন। উদ্ধারকাজে হেলিকপ্টারের প্রশংসা করে তিনি বলেন, ‘ওরা পেশাদার, অনেক মানুষকে বাঁচিয়েছে।’

তবে সমালোচকরা ট্রাম্প প্রশাসনের অর্থছাঁটাইকে এই বিপর্যয়ের জন্য দায়ী করছেন। আবহাওয়া পূর্বাভাসে জনবল সংকট ও সংকেত সরবরাহব্যবস্থায় ঘাটতির বিষয়টিও সামনে এসেছে।

ক্লাইমেট সেন্ট্রালের আবহাওয়াবিদ শেল উইংকলি বলেন, চরম খরার ফলে শুকনো মাটি বৃষ্টির পানি শোষণ করতে পারেনি, যার ফলে এই মারাত্মক বন্যা সৃষ্টি হয়। ‘মে মাস থেকে এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে,’ বলেন তিনি।

সংস্থাটির মিডিয়া পরিচালক টম দি লিবার্টো জানান, ‘আবহাওয়া বিভাগে অভিজ্ঞ কর্মীর অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আপনি অভিজ্ঞতাকে সহজে প্রতিস্থাপন করতে পারবেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন: সচল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট
এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৭৩.৬৯ শতাংশ
যাত্রাবাড়ীতে এক পরিবারের ৩ সদস্য অগ্নিদগ্ধ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পাশের হার ৫৮.২২ শতাংশ
নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করলো বিএসএফ
কিয়েভ হামলার পর রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,২৮৪
আগামীকাল শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
দোষ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে একমত হওয়ার আহ্বান আলী রীয়াজের
১০