যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৫:৩৬ আপডেট: : ১১ জুলাই ২০২৫, ১৫:৪৫

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস): ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানা গেছে। 

তিনি  আগামী ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করবেন বলে আশা করা হচ্ছে। 

ওয়াশিংটন কর্তৃক আরোপিত ২০ শতাংশ বাণিজ্য শুল্কের কারণে দেশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সফরের বিস্তারিত চূড়ান্ত করার জন্য কাজ করছি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে ম্যানুয়েল রোমাউলদেজ শুক্রবার এএফপিকে জানিয়েছেন, মার্কোস ‘প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক’ নিয়ে আলোচনা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

গত ২০২২ সালে মার্কোস ক্ষমতা গ্রহণের পর থেকে ম্যানিলা এবং ওয়াশিংটন তাদের সহযোগিতা আরো গভীর করেছে এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবির বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে শুরু করেছে।

১৯৫১ সালের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আবদ্ধতায়, দুই মিত্র দেশ বিতর্কিত জলপথে ঘন ঘন সামুদ্রিক মহড়া পরিচালনা করে। 

ওয়াশিংটন সতর্ক করে বলেছে, ফিলিপিনো বাহিনী বা জাহাজ আক্রমণের শিকার হলে তারা ফিলিপাইনকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটি হবে মার্কোসের প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতি উপদেষ্টা চিকিৎসাধীন : নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিভ্রান্ত না হবার অনুরোধ
জাতীয় মৎস্য পদক ২০২৫ পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
লালমনিরহাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি
১০