জার্মান চ্যান্সেলর মের্ৎসের প্রথম যুক্তরাজ্য সফর ১৭ জুলাই, স্বাক্ষর হবে ‘মৈত্রী চুক্তি’

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২২:০২

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের ১৭ জুলাই লন্ডন সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম যুক্তরাজ্য সফর বলে শুক্রবার বার্লিনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্লিন থেকে এএফপি জানায়, সরকারের মুখপাত্র স্তেফেন মেয়ার সাংবাদিকদের বলেন, ‘চ্যান্সেলর মার্জকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্বাগত জানাবেন এবং উভয় নেতা একটি ‘মৈত্রী চুক্তি’তে স্বাক্ষর করবেন, যা বৈদেশিক ও নিরাপত্তা সহযোগিতাকে ঘিরে হবে।’

জার্মানি ও যুক্তরাজ্য উভয়ই ইউক্রেনের মিত্র এবং বর্তমানে রাশিয়ার হুমকির প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় ন্যাটো অংশীদারদের নিরাপত্তা বিষয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইউরোপীয় রাষ্ট্রগুলো নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে।

চুক্তিটি শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখবে বলে মেয়ার জানান।

গত অক্টোবরে যুক্তরাজ্য ও জার্মানি একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করে এবং এরপর থেকে তারা আঘাতকারী ক্ষেপণাস্ত্র উন্নয়নে একাধিক যৌথ উদ্যোগ নিয়েছে।

চ্যান্সেলর মের্ৎসের সফরটি এমন এক সময় হচ্ছে, যখন ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেছেন। ইইউ ত্যাগের পর এটি যুক্তরাজ্যে প্রথম কোনো ইউরোপীয় দেশের রাষ্ট্রীয় সফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ড : ডিএমপি
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার
জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট শুরু
চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা মামলায় তিন আসামিকে বাদ দেওয়া ‘রহস্যজনক’ : যুবদল
বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে  কিশোর নিহত
১০