জার্মান চ্যান্সেলর মের্ৎসের প্রথম যুক্তরাজ্য সফর ১৭ জুলাই, স্বাক্ষর হবে ‘মৈত্রী চুক্তি’

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২২:০২

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের ১৭ জুলাই লন্ডন সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম যুক্তরাজ্য সফর বলে শুক্রবার বার্লিনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্লিন থেকে এএফপি জানায়, সরকারের মুখপাত্র স্তেফেন মেয়ার সাংবাদিকদের বলেন, ‘চ্যান্সেলর মার্জকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্বাগত জানাবেন এবং উভয় নেতা একটি ‘মৈত্রী চুক্তি’তে স্বাক্ষর করবেন, যা বৈদেশিক ও নিরাপত্তা সহযোগিতাকে ঘিরে হবে।’

জার্মানি ও যুক্তরাজ্য উভয়ই ইউক্রেনের মিত্র এবং বর্তমানে রাশিয়ার হুমকির প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় ন্যাটো অংশীদারদের নিরাপত্তা বিষয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইউরোপীয় রাষ্ট্রগুলো নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে।

চুক্তিটি শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখবে বলে মেয়ার জানান।

গত অক্টোবরে যুক্তরাজ্য ও জার্মানি একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করে এবং এরপর থেকে তারা আঘাতকারী ক্ষেপণাস্ত্র উন্নয়নে একাধিক যৌথ উদ্যোগ নিয়েছে।

চ্যান্সেলর মের্ৎসের সফরটি এমন এক সময় হচ্ছে, যখন ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেছেন। ইইউ ত্যাগের পর এটি যুক্তরাজ্যে প্রথম কোনো ইউরোপীয় দেশের রাষ্ট্রীয় সফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
১০