ডোমিনিকান উপকূলে অভিবাসী নৌকাডুবে নিহত ৪, নিখোঁজ ২০ 

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:৪৯

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : ক্যারিবিয়ান অঞ্চলে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চার অভিবাসী নিহত এবং কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সান্টো ডোমিঙ্গো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ডোমিনিকান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, নৌকাটি প্রায় ৪০ জন অভিবাসীকে নিয়ে যুক্তরাষ্ট্রের অধীনস্থ পুয়ের্তো রিকো অভিমুখে যাচ্ছিল। উপকূলের কাছাকাছি গিয়ে সেটি ডুবে যায়। এ পর্যন্ত ১৭ জন জীবিত উদ্ধার করা হয়েছে। 

দেশটির নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে ১০ জন ডোমিনিকান এবং ৭ জন হাইতির নাগরিক। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনার শিকার অভিবাসী নৌকাটি স্থানীয়ভাবে ‘ইয়োলা’ নামে পরিচিত। সাধারণত কাঠ বা ফাইবারগ্লাস দিয়ে তৈরি নৌকাগুলো কোনো নিরাপত্তা বিধি মেনে চলে না।

ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোতে একবার যেতে অভিবাসীদের সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করতে হয়।

এ কারণে গত এক দশকে ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোয় অবৈধভাবে অভিবাসন বেড়েই চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০