ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। হামলায় এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে। ইসরাইল জানিয়েছে, ইরান থেকে অস্ত্র পাচারে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে লক্ষ্য করে তারা এই হামলা হামলা চালিয়েছে।
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে এই হামলা চালিয়েছে ইসরাইল।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি ড্রোন হামলায় নাবাতিয়েহ জেলার আল-নুমাইরিয়ার কাছে একটি গাড়িতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী পরে বলেছে, তারা মোহাম্মদ শোয়েবকে হত্যা করেছে, যার বিরুদ্ধে লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে অস্ত্র পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।
২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির ফলে হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে এবং এই গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। যার ফলে লেবাননে, বিশেষ করে দক্ষিণে, ইসরাইল নিয়মিত হামলা চালিয়ে আসছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে তাদের যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে সরিয়ে নিতে হবে, যা ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ওই এলাকা শুধু লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীদের নিয়ন্ত্রণে থাকার কথা।
পাশাপাশি চুক্তি অনুযায়ী, ইসরাইলকেও লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু তারা এখনো পাঁচটি স্থানে সেনা রেখে দিয়েছে, যেগুলোকে তারা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করে।
শুক্রবার, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তিনি ইসরাইলের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে ইচ্ছুক, তবে সম্পর্ক স্বাভাবিকীকরণ বর্তমানে লেবাননের পররাষ্ট্র নীতির অংশ নয়।