‘তুরস্ক বিজয়ী হয়েছে’ : কুর্দি পিকেকে যোদ্ধাদের নিরস্ত্রীকরণের পর এরদোয়ান

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান শনিবার বলেছেন, কুর্দি বিদ্রোহীদের অস্ত্র পরিত্যাগ করার মাধ্যমে তুরস্ক একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এবং দেশের জন্য একটি দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটেছে।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, গতকাল শুক্রবার ইরাকি কুর্দিস্তানে অনুষ্ঠিত প্রতীকী অস্ত্র ধ্বংস অনুষ্ঠানের মাধ্যমে পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) সশস্ত্র সংগ্রাম থেকে গণতান্ত্রিক রাজনীতির পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদি সংঘাতের অবসানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এরদোয়ান বলেন, ‘তুরস্ক জয়ী হয়েছে। ছিয়াশি মিলিয়ন নাগরিক জয়ী হয়েছে। আমরা কী করছি, তা আমরা জানি। কাউকে চিন্তা বা প্রশ্ন করতে হবে না। আমরা এইসব করছি তুরস্কের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।’

উল্লেখ্য, ১৯৭৮ সালে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা গঠিত পিকেকে সংগঠনটি কুর্দিদের মুক্তির লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম শুরু করে। ১৯৮৪ সালে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে অস্ত্র হাতে নেয়, এবং এরপর থেকে সংঘাতের ফলে ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০