‘তুরস্ক বিজয়ী হয়েছে’ : কুর্দি পিকেকে যোদ্ধাদের নিরস্ত্রীকরণের পর এরদোয়ান

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান শনিবার বলেছেন, কুর্দি বিদ্রোহীদের অস্ত্র পরিত্যাগ করার মাধ্যমে তুরস্ক একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এবং দেশের জন্য একটি দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটেছে।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, গতকাল শুক্রবার ইরাকি কুর্দিস্তানে অনুষ্ঠিত প্রতীকী অস্ত্র ধ্বংস অনুষ্ঠানের মাধ্যমে পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) সশস্ত্র সংগ্রাম থেকে গণতান্ত্রিক রাজনীতির পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদি সংঘাতের অবসানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এরদোয়ান বলেন, ‘তুরস্ক জয়ী হয়েছে। ছিয়াশি মিলিয়ন নাগরিক জয়ী হয়েছে। আমরা কী করছি, তা আমরা জানি। কাউকে চিন্তা বা প্রশ্ন করতে হবে না। আমরা এইসব করছি তুরস্কের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।’

উল্লেখ্য, ১৯৭৮ সালে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা গঠিত পিকেকে সংগঠনটি কুর্দিদের মুক্তির লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম শুরু করে। ১৯৮৪ সালে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে অস্ত্র হাতে নেয়, এবং এরপর থেকে সংঘাতের ফলে ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতি উপদেষ্টা চিকিৎসাধীন : নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিভ্রান্ত না হবার অনুরোধ
জাতীয় মৎস্য পদক ২০২৫ পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
লালমনিরহাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি
১০