মিশরের কাছে ২,০০০ বছরের পুরোনো কফিন ফেরত দিল বেলজিয়াম

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৫১

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : প্রায় এক দশক আগে ব্রাসেলসে পুলিশ কর্তৃক জব্দকৃত প্রায় ২,০০০ বছরের পুরোনো একটি কফিন মিশরের কাছে ফিরিয়ে দিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ।

বেলজিয়ামের প্রসিকিউটরদের বরাতে ব্রাসেলস থেকে এএফপি জানায়, ব্রাসেলসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাচীন ওই কফিনের সঙ্গে একটি কাঠের প্রাচীন দাড়ির টুকরোও মিশরের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

ব্রাসেলসের সরকারি কৌঁসুলি জুলিয়ান মুয়েনিল বলেন, ‘দীর্ঘ ১০ বছর তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর এটি তার উৎস দেশে ফিরিয়ে দেওয়া একটি প্রকৃত ন্যায়বিচার। এটি এমন একটি ঐতিহ্যবাহী জিনিস যা ভুলভাবে আত্মসাৎ করা হয়েছিল।’

২০১৫ সালে ইন্টারপোলের জারি করা একটি নোটিশের ভিত্তিতে মিশরের এক আদালতের অনুরোধে বেলজিয়ান পুলিশ এই বস্তু দুটি জব্দ করে। তখন থেকে এগুলো ব্রাসেলসের রয়্যাল মিউজিয়াম অব আর্ট অ্যান্ড হিস্টোরিতে সংরক্ষিত ছিল।

এক বিবৃতিতে বলা হয়, কাঠের তৈরি এই কফিন টলেমাইক যুগের (খ্রিস্টপূর্ব ৪র্থ থেকে ৩য় শতাব্দী) নিদর্শন এবং এটি নিঃসন্দেহে মিশরের অভিজাত শ্রেণির কারো ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্যবহৃত উপাদানের নির্বাচন এবং নিখুঁত কারুশিল্প একে অসাধারণ শিল্পকর্ম হিসেবে তুলে ধরেছে।’

কফিনে উৎকীর্ণ হায়ারোগ্লিফিক লিপি থেকে জানা যায়, এর প্রাক্তন অধিবাসীর নাম ছিল ‘পা-দি-হর-পা-খেরেদ’। এতে তাঁকে মৃতদের দেবতা ওসিরিসের রূপান্তর হিসেবে চিত্রিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
১০