মিশরের কাছে ২,০০০ বছরের পুরোনো কফিন ফেরত দিল বেলজিয়াম

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৫১

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : প্রায় এক দশক আগে ব্রাসেলসে পুলিশ কর্তৃক জব্দকৃত প্রায় ২,০০০ বছরের পুরোনো একটি কফিন মিশরের কাছে ফিরিয়ে দিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ।

বেলজিয়ামের প্রসিকিউটরদের বরাতে ব্রাসেলস থেকে এএফপি জানায়, ব্রাসেলসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাচীন ওই কফিনের সঙ্গে একটি কাঠের প্রাচীন দাড়ির টুকরোও মিশরের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

ব্রাসেলসের সরকারি কৌঁসুলি জুলিয়ান মুয়েনিল বলেন, ‘দীর্ঘ ১০ বছর তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর এটি তার উৎস দেশে ফিরিয়ে দেওয়া একটি প্রকৃত ন্যায়বিচার। এটি এমন একটি ঐতিহ্যবাহী জিনিস যা ভুলভাবে আত্মসাৎ করা হয়েছিল।’

২০১৫ সালে ইন্টারপোলের জারি করা একটি নোটিশের ভিত্তিতে মিশরের এক আদালতের অনুরোধে বেলজিয়ান পুলিশ এই বস্তু দুটি জব্দ করে। তখন থেকে এগুলো ব্রাসেলসের রয়্যাল মিউজিয়াম অব আর্ট অ্যান্ড হিস্টোরিতে সংরক্ষিত ছিল।

এক বিবৃতিতে বলা হয়, কাঠের তৈরি এই কফিন টলেমাইক যুগের (খ্রিস্টপূর্ব ৪র্থ থেকে ৩য় শতাব্দী) নিদর্শন এবং এটি নিঃসন্দেহে মিশরের অভিজাত শ্রেণির কারো ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্যবহৃত উপাদানের নির্বাচন এবং নিখুঁত কারুশিল্প একে অসাধারণ শিল্পকর্ম হিসেবে তুলে ধরেছে।’

কফিনে উৎকীর্ণ হায়ারোগ্লিফিক লিপি থেকে জানা যায়, এর প্রাক্তন অধিবাসীর নাম ছিল ‘পা-দি-হর-পা-খেরেদ’। এতে তাঁকে মৃতদের দেবতা ওসিরিসের রূপান্তর হিসেবে চিত্রিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল 
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০