৩০ শতাংশ শুল্ককে ‘অন্যায্য হার’ বলে ট্রাম্পের সমালোচনায় মেক্সিকো

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস): মেক্সিকো সরকার শনিবার এক বিবৃতিতে দেশটির উপর ৩০ শতাংশ শুল্ক আরোপের সর্বশেষ হুমকিকে ‘অন্যায্য হার’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছে। 

শুক্রবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বৈঠকের সময় মেক্সিকোকে অবহিত করা হয়, ট্রাম্প ঘোষিত এই নতুন শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

মেক্সিকো সিটি থেকে এএফপি জানায়, মেক্সিকোর অর্থনীতি ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা বৈঠকে উল্লেখ করেছি যে এটি একটি অন্যায্য চুক্তি এবং আমরা এতে সম্মত নই’।

তারা আরও জানায়, উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলে ব্যবসা ও কর্মসংস্থান সুরক্ষায় বিকল্প সমাধান খুঁজে পেতে মেক্সিকো ইতোমধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেছে, এই আলোচনার মাধ্যমে শুল্ক আরোপ এড়ানো সম্ভব হবে।

ট্রাম্পের শুল্ক নীতির কারণে মেক্সিকো সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রে এর ৮০ শতাংশ রপ্তানি হয়। 

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প মেক্সিকোর সমালোচনা করে আসছেন। 

তিনি অভিযোগ করেছেন, দেশটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। 

এর প্রতিশোধ হিসেবেই তিনি শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০