অভিবাসী নৌকাডুবির পর আবারও অনুসন্ধান শুরু করেছে ডোমিনিকান নৌবাহিনী 

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ডোমিনিকান প্রজাতন্ত্রের পূর্ব উপকূলে গত শুক্রবার একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার পর ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার উদ্ধারকারী দলগুলো কঠিন পরিস্থিতিতে তাদের অনুসন্ধান পুনরায় শুরু করেছে বলে জানা গেছে।

সান্টো ডোমিঙ্গো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ডোমিনিকান সিভিল ডিফেন্সের প্রাদেশিক পরিচালক ফার্নান্দো ক্যাস্টিলো এএফপিকে জানিয়েছেন, গত শুক্রবার একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

প্রায় ৪০ থেকে ৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী নৌকাটি যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো অঞ্চলের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং একটি শিশু রয়েছে। নিহতরা ডোমিনিকান এবং হাইতিয়ান নাগরিক।

সিভিল ডিফেন্সের পরিচালক জুয়ান সালাস বলেন, তীব্র ঢেউ, প্রচুর পরিমাণে সারগাসাম শৈবাল এবং সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোর কারণে অনুসন্ধান প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ‘সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল সারগাসাম, যার ফলে পানিতে কোনও দেহ বা কোনও উপাদান দেখা কঠিন হয়ে পড়ছে।’ 

ডোমিনিকান নৌবাহিনী জানিয়েছে, অভিবাসীরা ডোমিনিকান প্রজাতন্ত্রের পূর্ব প্রান্ত, পুন্টা কানার কাছে থেকে ‘অবৈধভাবে যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে যাওয়ার চেষ্টা করছিল’।

কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি তথাকথিত ‘ইয়োলা’ নামক নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছিল।  যা সাধারণত কাঠ বা ফাইবারগ্লাস দিয়ে তৈরি এবং নিরাপত্তা বিধি মেনে চলে না।

ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোতে একবার যেতে অভিবাসীদের সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করতে হয়।

এ কারণে গত এক দশকে ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোয় অবৈধভাবে অভিবাসন বেড়েই চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতি উপদেষ্টা চিকিৎসাধীন : নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিভ্রান্ত না হবার অনুরোধ
জাতীয় মৎস্য পদক ২০২৫ পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
লালমনিরহাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি
১০