রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১১:১২

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়া রাতভর ৬২০টিরও বেশি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন এলাকায়। রাশিয়ার এ হামলায় কমপক্ষে ছয় ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছে।  

এ দিকে শনিবার ইউক্রেন জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আরো প্যাট্রিয়ট বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে। এ জন্য তারা একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে।

কিয়েভ  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেছেন, ‘রাশিয়ানরা আমাদের দেশের বিরুদ্ধে তাদের নির্দিষ্ট সন্ত্রাসী কৌশল ব্যবহার করে চলেছে। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর এবং বিভিন্ন অঞ্চলে মারাত্নক আঘাত করছে।’ 

মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত থাকায় সাম্প্রতিক মাসগুলোতে মস্কো বিমান হামলা বাড়িয়েছে।

জেলেনস্কি ইরানের তৈরি ড্রোনের কথা উল্লেখ করে বলেন, ‘ছাব্বিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৯৭টি ড্রোন নিক্ষেপ করেছিল রাশিয়া, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল 'শাহেদ' নামের ড্রোন।’ 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। 

তারা আরো জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন ‘পাঁচটি স্থানে আঘাত করেছে।

জেলেনস্কি বলেছেন, পূর্ব ও দক্ষিণের সম্মুখ রেখা থেকে অনেক দূরে দক্ষিণ-পশ্চিম চেরনিভতসি অঞ্চলে এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ‘পশ্চিমে লভিভে ১২জন আহত হয়েছেন। কর্মকর্তারা আরো জানিয়েছেন, ডিনিপ্রোপেট্রোভস্কে দুইজন এবং খারকিভে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, রাশিয়া উত্তর-পূর্ব সুমি অঞ্চলে ‘বেসামরিক লোকদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। হামলার ফলে দুজন নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
১০