জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা 'নতুন রূপে' হবে: ইরান 

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৩:৩৩

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র সঙ্গে ইরানের সহযোগিতা একটি নতুন রূপে চালু হবে বলে জানিয়েছে ইরান। ইরান শনিবার জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করার জন্য কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে।  

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত মাসে ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের ফলে তেহরান ও জাতিসংঘ পরমাণু সংস্থার সম্পর্ক আরো জটিল হয়ে ওঠে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরারম্ভের লক্ষ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল।

ঠিক তার আগেই ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ আবাসিক এলাকাতেও হামলা চালায়। হামলার পর সেই আলোচনা থেমে যায়।

জুলাইয়ের গোড়ার দিকে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার সাথে ইরানের সহযোগিতা আনুষ্ঠানিকভাবে বন্ধ করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার বলেছেন, ‘আইএইএ’র সঙ্গে আমাদের সহযোগিতা বন্ধ হয়নি, তবে এটি এখন থেকে নতুন রূপে চলবে।’

ইরান জুনে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য আংশিকভাবে আইএইএকে দায়ী করেছে। 

ইসরাইল বলেছে, তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এই হামলা চালিয়েছে। তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র ১২ এপ্রিল থেকে ইরানের সাথে আলোচনা চালিয়ে গেলেও গত ২২ জুন ফোর্দো, ইসফাহান এবং নাতানজে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের সাথে হামলায় যোগ দেয়।

আরাকচি বলেন, পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের অনুরোধ ‘নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে কেস-বাই-কেস ভিত্তিতে পর্যালোচনা করা হবে’ এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ দ্বারা পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাব জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার বিশেষ দোয়া মাহফিল
সিলেটে সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ
সংস্কৃতি উপদেষ্টা চিকিৎসাধীন : নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিভ্রান্ত না হবার অনুরোধ
জাতীয় মৎস্য পদক ২০২৫ পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
১০