গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৭

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:১৯

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ইসরাইল রাতভর গাজায় বিমান হামলা চালিয়েছে। হামলায় কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকেই আহত হয়েছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা  রোববার এ তথ্য জানিয়েছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, ইসরাইল গাজা শহরে রাতভর এবং ভোরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। হামলায় ‘শিশু ও নারী সহ আটজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

বাসাল বলেন, গাজা শহরের দক্ষিণে নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় ‘১০ জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 

তিনি বলেন, ‘নুসাইরাত শিবিরের পশ্চিমে বাস্তুচ্যুত মানুষের জন্য একটি এলাকায় পানি বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে  ইসরাইল। হামলায় ছয়জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, ইসরাইল দক্ষিণে উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে আরেকটি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।

গত ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার ফলে  যুদ্ধ শুরু হয়। যুদ্ধ ২১ মাসেরও বেশি সময় ধরে চলছে। ইসরাইল গাজা জুড়ে হামলা জোরদার করেছে। ইসরাইল সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

গাজায় গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং অন্যান্য পক্ষের দেওয়া মৃতের সংখ্যা এবং বিবরণ যাচাই করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাব জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার বিশেষ দোয়া মাহফিল
সিলেটে সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ
সংস্কৃতি উপদেষ্টা চিকিৎসাধীন : নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিভ্রান্ত না হবার অনুরোধ
জাতীয় মৎস্য পদক ২০২৫ পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
১০