মার্কিন শুল্ক আলোচনার বাস্তবসম্মত সমাধানের আহ্বান জানিয়েছে জার্মানি

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৩৫

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস): জার্মানির অর্থমন্ত্রী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক আলোচনায় বাস্তবসম্মত সমাধানের আহ্বান জানিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সতর্ক করে বলেছেন, ১ আগস্ট থেকে মেক্সিকো এবং ইইউর উপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ফলে, মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম বাণিজ্য অংশীদারের সাথে ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ আলোচনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

বার্লিন থেকে এএফপি জানায়, জার্মান অর্থমন্ত্রী ক্যাথেরিনা রাইখে এক বিবৃতিতে বলেছেন, ইইউ এখন যে সময়টা বাকি আছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে একটি বাস্তবসম্মত সমাধানের জন্য আলোচনা করতে হবেএবং 
 এই আলোচনার দ্রুত একটি বাস্তবসম্মত ফলাফল অর্জন করতে হবে। 

এর আগে জার্মানির প্রধান শিল্পসংস্থা ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিজ (বিডিআই) দ্রুত সমাধানের আহ্বান জানায়।

বিডিআই এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা দুই পাশের শিল্পখাতের জন্যই এক সতর্ক সংকেত।

বিডিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ওলফগ্যাং নিডারমার্ক বলেন, ইইউ ও যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠভাবে সংযুক্ত দুটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বাণিজ্য সংঘাত অর্থনৈতিক পুনরুদ্ধার, উদ্ভাবনী শক্তি এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতার ওপর আস্থা সবকিছুকেই ক্ষতিগ্রস্ত করবে।

বিডিআই জার্মান সরকার, ইউরোপীয় কমিশন ও মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা খুব দ্রুত সমাধান খুঁজে বের করেন এবং উত্তেজনা বৃদ্ধির পথ পরিহার করেন।

যুক্তরাষ্ট্র হচ্ছে জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। গত সপ্তাহে প্রকাশিত সরকারি তথ্য অনুসারে দেখা গেছে সম্ভাব্য শুল্ক আরোপের সাথে সাথে মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মান রপ্তানি ৭.৭ শতাংশ কমে ১২.১ বিলিয়ন ইউরো (১৪.২ বিলিয়ন ডলার) হয়েছে। এই পতনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মান রপ্তানি ২০২২ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০