মলদোভা সফরে যাচ্ছেন ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৮:৪২
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা আজ বুধবার মলদোভার প্রতি সমর্থন জানাতে দেশটি সফরে যাচ্ছেন। ইউক্রেন সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নপন্থী মলদোভায় রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের মধ্যেই আগামী মাসের জাতীয় নির্বাচনের প্রচার শুরু হওয়ার একদিন আগে তারা দেশটি সফর করছেন।

মলদোভার রাজধানী চিসিনাউ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এবং পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক আজ মলদোভার ৩৪তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট মাইয়া সান্ডুর সঙ্গে দেখা করবেন। দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে।

মলদোভার প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানায়, এটি মলদোভার প্রতি ইউরোপীয় নেতাদের সমর্থনের বহিঃপ্রকাশ। কারণ, এ দেশে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে রাশিয়া তাদের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে।

প্রেসিডেন্ট সান্ডু ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে বারবার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র মলদোভাকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ এনেছে।

রাশিয়ার কঠোর সমালোচক সান্ডু, বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর চরম সমালোচনা করে আসছেন তিনি।

আজ বিকেলে সান্ডুর সঙ্গে ইইউ তিন নেতা একটি প্রেস বিবৃতি দেবেন। পরে রাতে তারা নৈশভোজে অংশ নেবেন।

এছাড়া তারা চিসিনাউয়ের স্বাধীনতা স্কয়ারে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। সেখানে সন্ধ্যায় একটি কনসার্টেরও আয়োজন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন: রিজভী
আইভরি কোস্টে প্রেসিডেন্ট পদে লড়তে চান ৬০ জন
আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: পিরোজপুর জেলা প্রশাসক
জামালপুরে শহীদ ও আহত পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটো রিকশা দিলেন তারেক রহমান
কুমিল্লায় শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা
আইএমও নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা নৌপরিবহন উপদেষ্টার 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএমইউতে দোয়া মাহফিল 
১০