স্পেনকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান নির্মাতা পেদ্রোর

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:৫৬
অস্কারজয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): অস্কারজয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার আজ বুধবার গাজা যুদ্ধকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে স্পেন সরকারকে ইসরাইলের সঙ্গে সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘অল অ্যাবাউট মাই মাদার’ চলচ্চিত্রের জন্য সুপরিচিত এই পরিচালক ইনস্টাগ্রামে নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে  ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে অন্যান্য ইউরোপীয় নেতাদেরও একই পদক্ষেপ নেওয়ার জন্য রাজি করাতে তিনি পেদ্রো সানচেজের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন কূটনৈতিক, বাণিজ্যিকসহ ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন। গাজার জনগণের বিরুদ্ধে সারাবিশ্বের মানুষের চোখের সামনে সংঘটিত এই গণহত্যার বিরুদ্ধে ঘৃণার প্রতীক হিসেবে এ পদক্ষেপ নিতে হবে।’

গাজা ইস্যুতে ‘নীরবতার’ বিরুদ্ধে আলমোদোভার গত মে মাসে কান চলচ্চিত্র উৎসব চলাকালে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমসহ অন্যান্য শিল্পীদের সঙ্গে একটি চিঠিতে স্বাক্ষর করেন।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে স্পেনে সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী সরকার গাজায় ইসরাইলের অভিযানের অন্যতম কড়া সমালোচক।

২০২৪ সালের মে মাসে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং সানচেজ ২০২৫ সালের জুনে এই সংঘাতকে ‘গণহত্যা’ আখ্যায়িত করেন। তবে স্পেন এখনো ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২
পিরোজপুরে বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তকরণে মতবিনিময় সভা
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
১০