ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : কিয়েভে রাশিয়ার হামলায় কমপক্ষে একজন নিহত ও বেশ ক’জন আহত হয়েছে।
কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।
নগরীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, শত্রুর আক্রমণে আমাদের প্রথম হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে, এক ব্যক্তির মৃত্যুর কথা জানা গেছে।’
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো একই প্ল্যাটফর্মে লিখেছেন, হামলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।