ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গীর্জায় প্রার্থনারত স্কুল শিক্ষার্থীদের ওপর এক বন্দুকধারীর হামলায় পোপ চতুর্দশ লিও 'গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বুধবার বলেছেন, মার্কিন যুক্ত রাষ্ট্রের গির্জায় গুলিবর্ষণের ঘটনায় তিনি 'গভীরভাবে শোকাহত'। ওই গুলিতে দুই শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যাথলিক গির্জার প্রধান হিসেবে প্রথম আমেরিকান পোপ 'এই ভয়াবহ ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের, বিশেষ করে শিশু হারানো শোকাহত পরিবারগুলোর' প্রতি সমবেদনা জানিয়েছেন।