ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে রাশিয়ার হামলায় কমপক্ষে আট জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এটি আমাদের শহর ও জনপদের উপর আরেকটি বড় ধরনের হামলা। তারা আবারও আমাদের হত্যা করেছে।’
পূর্বে নিহতের সংখ্যা ছিল চার জন, নিহতদের মধ্যে একটি শিশুও ছিল।