কিয়েভে রাশিয়ার হামলায় ইউরোপীয় ইউনিয়নের মিশন ক্ষতিগ্রস্ত

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:৩৩

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ইইউ প্রধান আন্তোনিও কস্তা বৃহস্পতিবার বলেছেন, কিয়েভে রাশিয়ার নতুন করে ভয়াবহ হামলায় তিনি ‘ভীত’। ওই হামলায় নগরীতে কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাসেলস থেকে এএফপি এ খবর জানায়।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি কস্তা এক্স-এ লিখেছেন, ‘ইউক্রেনের ক্ষতিগ্রস্তদের প্রতি এবং যাদের ভবনটি এই ইচ্ছাকৃত রাশিয়ান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ইইউ প্রতিনিধিদলের কর্মীদের প্রতিও আমার সমবেদনা।’

‘ইইউ ভীত নয়। রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেন এবং এর জনগণের পাশে দাঁড়ানোর আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে।’

কস্তা অফিসের ভেতরের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে জানালা উড়ে গেছে, ছাদ আংশিকভাবে ঝুলছে এবং মেঝেতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ইউক্রেনে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা লিখেছেন, বিস্ফোরণে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন ইইউ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ব্লকের কোন কর্মকর্ত-কর্মচারী হতাহত হননি।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের দ্বিতীয় বৃহত্তম এই বোমাবর্ষণে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছে।
ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কালাস এক্স-এ লিখেছেন, ‘বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে, রাশিয়া তখন ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিচ্ছে।’ ‘কিয়েভের ওপর রাতের হামলা পরিস্থিতিকে আরও তীব্র করে তোলা এবং শান্তি প্রচেষ্টাকে উপহাস করার ইচ্ছাকৃত প্রয়াশ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০