ইসরাইলি হামলায় ৬ সৈন্য নিহতের ঘটনায় সিরিয়ার নিন্দা

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:৪৩

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সিরিয়া বুধবার দামেস্কের বাইরে ইসরাইলের ড্রোন হামলার ছয় সৈন্য নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে। আগের দিন একই এলাকায় ইসরাইল আরেকটি হামলা চালিয়েছিল।

দামেস্ক থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন জোট দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে ইসরাইল সিরিয়ায় বিপূল সংখ্যক হামলা চালিয়েছে।

তারা দামেস্কের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করেছে।

এক বিবৃতিতে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

এতে আরও বলা হয়েছে যে, এই হামলা ‘সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।’

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মঙ্গলবারের হামলায় দামেস্কের বাইরে কিসওয়েহের কাছে "ইসরাইলি দখলদারের ড্রোন হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।’

বুধবার, রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরাইলি বিমান ‘দামেস্কের গ্রামাঞ্চলে কিসওয়েহ নগরীর কাছের স্থানগুলোকে লক্ষ্যবস্তু করে’।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, কিসওয়েহ-এর কাছে তাল মানেহ-এ একটি প্রাক্তন সিরিয়ান সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলি বিমান থেকে কমপক্ষে তিন দফা হামলা চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে সর্বশেষ এই হামলা সম্পর্কে কোনও মন্তব্য করেনি এবং মঙ্গলবারের হামলার বিষয়ে মন্তব্যের জন্য এএফপির অনুরোধের জবাব দেয়নি।

মঙ্গলবারের শুরুতে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে যে ‘গোলান মালভূমিতে যুদ্ধবিরতি রেখার পূর্বে সিরিয়া-নিয়ন্ত্রিত দিকে তারাঞ্জা গ্রামে একটি বাড়িতে ইসরাইলি হামলায় একজন যুবক নিহত হয়েছেন।’

আসাদের উৎখাতের পর থেকে, ইসরাইল যুদ্ধবিরতি রেখার সিরিয়া-নিয়ন্ত্রিত দিকে জাতিসংঘ-টহলপ্রাপ্ত একটি সামরিক নিরস্ত্রীকৃত অঞ্চলের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০