ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় অভিযোগ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আজ বৃহস্পতিবার বলেছেন, মস্কো ‘সন্ত্রাস ও বর্বরতা’ চালাচ্ছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে তিন শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাখোঁ বলেন, ‘ইউক্রেনে এক রাতেই ৬২৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে, এটাই রাশিয়ার শান্তির ধারণা।’ মস্কো ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।