ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে, গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ড্রোনটি নিজেদের বলে তাৎক্ষণিকভাবে কেউ দাবি করেনি। তবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে ২০২৩ সালের অক্টোবর থেকে দফায় দফায় ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় শত্রুপক্ষের বিমান অনুপ্রবেশের সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে পাঠানো মনুষ্যবিহীন ড্রোনটি ইসরাইলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে।
গতকাল বুধবারও ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পরে হুথি বিদ্রোহীরা জানায়, ড্রোনটি তাদের।
হুথিদের দাবি, তারা ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করে। গত মার্চ মাসে শেষ হওয়া গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা আক্রমণ স্থগিত রেখেছিল। তবে ইসরাইল বড় ধরনের অভিযান পুনরায় শুরু করার পর হুথিরাও হামলার পথ বেছে নেয়।
ইয়েমেনে হুথি-অধ্যুষিত বন্দর এবং বিদ্রোহী-অধ্যুষিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করেও একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল।