ইয়েমেন থেকে ছোড়া ড্রোন প্রতিহতের দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:২২

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে, গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ড্রোনটি নিজেদের বলে তাৎক্ষণিকভাবে কেউ দাবি করেনি। তবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে ২০২৩ সালের অক্টোবর থেকে দফায় দফায় ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় শত্রুপক্ষের বিমান অনুপ্রবেশের সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে পাঠানো মনুষ্যবিহীন ড্রোনটি ইসরাইলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে।

গতকাল বুধবারও ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পরে হুথি বিদ্রোহীরা জানায়, ড্রোনটি তাদের।

হুথিদের দাবি, তারা ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করে। গত মার্চ মাসে শেষ হওয়া গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা আক্রমণ স্থগিত রেখেছিল। তবে ইসরাইল বড় ধরনের অভিযান পুনরায় শুরু করার পর হুথিরাও হামলার পথ বেছে নেয়।

ইয়েমেনে হুথি-অধ্যুষিত বন্দর এবং বিদ্রোহী-অধ্যুষিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করেও একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
দেড় বছরে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
রাশিয়ার হামলায় কিয়েভে ব্রিটিশ কাউন্সিল অফিস ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’
আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে 
নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১’এ যোয়ার হক শীর্ষে
চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা
১০