ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে ইন্দোনেশিয়ায় গ্রেফতার করা হয়েছে। প্রত্যর্পণের পর তিনি আদালতের ভেতরে একজনকে গুলি করে হত্যা মামলায় বিচারের সম্মুখীন হবেন। আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।
কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জননিরাপত্তা মন্ত্রণালয়ের সচিব রবি সেনেবিরত্নে বলেছেন, হত্যা ও মাদক সংক্রান্ত অভিযোগে ছয় শ্রীলঙ্কানকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়া পুলিশ।
তিনি আরো বলেন, ‘বিদেশে এই প্রথমবার এতো বেশি সংখ্যক সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো।’
গ্রেফতার অভিযানে ভারতীয় গোয়েন্দারাও অংশ নিয়েছে জানিয়ে শ্রীলংকা পুলিশের আইজিপি প্রিয়ন্থা বীরাসুরিয়া বলেন, ইন্দোনেশিয়ায় একটি যৌথ অভিযানে পাঁচজন পুরুষ এবং একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। ছয়জনই ইন্টারপোলের কালো তালিকাভুক্ত ছিল।
এ ব্যাপারে অবশ্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।