জেট প্রকল্প নিয়ে ফ্রান্সের ওপর চাপ বাড়ালেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৬:০৫

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস গতকাল বৃহস্পতিবার ফ্রান্সকে বহুজাতিক ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস) যুদ্ধবিমান প্রকল্পের অচলাবস্থা দূর করার আহ্বান জানিয়েছেন।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফ্রান্সের রাফায়েল জেট এবং জার্মানি ও স্পেনের ব্যবহৃত ইউরোফাইটার বিমান প্রতিস্থাপনের জন্য ২০১৭ সালে চালু হওয়া এফসিএএস যৌথভাবে প্যারিস, বার্লিন এবং মাদ্রিদ কর্তৃক তৈরি করা হচ্ছে।

তবে, প্রধান শিল্প অংশীদার, ফ্রান্সের ডাসল্ট এবং এয়ারবাসের মধ্যে উত্তেজনার কারণে প্রকল্পটি স্থগিত রয়েছে, যা জার্মান ও স্প্যানিশ স্বার্থের প্রতিনিধিত্ব করে।

জার্মান হার্টপাঙ্কট নিউজ সাইটের জানায়, ফ্রান্স প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজের দায়িত্বে থাকতে চায়।

বৃহস্পতিবার তার স্প্যানিশ মার্গারিটা রোবলসের সাথে কথা বলতে গিয়ে পিস্টোরিয়াস বলেন, প্রকল্পটি এগিয়ে নিতে হলে ‘জাতীয় স্বার্থকে এক পাশে রাখতে হবে’।

পিস্টোরিয়াস বলেন, ‘আমরা একমত হয়েছি যে, তিনটি এফসিএএস দেশ অক্টোবরে বার্লিনে মিলিত হবে ‘কীভাবে এগিয়ে যাওয়া যায়’ ‘ফাঁদগুলো শনাক্ত এবং কীভাবে সেগুলো অপসারণ করা যায়’ তা বিশ্লেষণ করতে।

ডাসাল্ট বলেছেন, তারা প্রকল্পের চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে চান যাতে তারা তার উপ-ঠিকাদারদের নির্বাচনের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারা যায়।

বৃহস্পতিবার পিস্টোরিয়াস বলেন, ‘চুক্তিগুলো সম্মান করার জন্য করা হয়’ এবং ‘চুক্তির পক্ষগুলোর মধ্যে নতুন আলোচনার পরে কেবল পরিবর্তন করা যেতে পারে।

তবে তিনি জোর দিয়ে বলেন, ‘প্রকল্পটি আর কোনো বিলম্ব বরদাশত করা হবে না।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গত মাসে বলেছিলেন, তিনি ‘আত্মবিশ্বাসী’ যে প্রকল্পের অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারবেন।

বৃহস্পতিবার তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে তুলনে যৌথ ফ্রাঙ্কো-জার্মান মন্ত্রী পরিষদের একদিন আগে দেখা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২
পিরোজপুরে বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তকরণে মতবিনিময় সভা
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
১০