ইসরাইলি ড্রোন বিস্ফোরণে লেবাননের দুই সেনা নিহত

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:০৩

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশটির দক্ষিণে বিধ্বস্ত একটি ইসরাইলি ড্রোন বিস্ফোরণে দুই  সেনা  সদস্য নিহত এবং আরো দুইজন  আহত হয়েছে। ইসরাইলি সীমান্তের কাছে ড্রোনটির ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় সেটি বিস্ফোরিত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির অধীনে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে দুই মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতিসহ এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পরিচালিত যুদ্ধবিরতির আওতায় লেবাননের সেনাবাহিনী দেশটির দক্ষিণে সেনা মোতায়েন করছে। তারা জাতিসংঘ শান্তিরক্ষীদের সহায়তায় ইরান-সমর্থিত গোষ্ঠীর অবকাঠামো ভেঙে ফেলছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘নাকুরা এলাকায় ইসরাইলি শত্রু পক্ষের একটি ড্রোন বিস্ফোরিত হওয়ার পর সেনা সদস্যরা যখন এটি পরিদর্শন করছিলেন, তখন এটি বিস্ফোরিত হয়। ড্রোনটি বিস্ফোরিত হওয়ার ফলে এক সেনা কর্মকর্তা এবং এক সৈন্য নিহত এবং আরো দুইজন সেনা সদস্য আহত হয়।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নিহত ও আহত সেনাদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘সেনাবাহিনী দেশের দক্ষিণাঞ্চলে স্থিতিশীলতা রক্ষার জন্য ‘রক্ত দিয়ে মূল্য দিচ্ছে।’

তিনি বলেন, যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননে মোতায়েন শুরু করার পর থেকে এটি সেনাবাহিনীর জন্য চতুর্থ মারাত্মক ঘটনা।

এই মাসের শুরুতে, সীমান্তের কাছে একটি অস্ত্র ডিপোতে বিস্ফোরণে ছয় লেবাননী সৈন্য নিহত হয়। 

আউন উল্লেখ করেছেন, বৃহস্পতিবারের ঘটনাটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০২৭ সালের শেষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রত্যাহারের আগে তাদের ম্যান্ডেটের মেয়াদ বৃদ্ধির সাথে মিলে যায়।

প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরাইলের প্রতি আক্রমণ বন্ধ, প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত তার কর্তৃত্ব সম্প্রসারণ সম্পন্ন করার আহ্বানের সাথে মিল রয়েছে’।

মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির অধীনে হিজবুল্লাহ এবং ইসরাইল উভয়কেই দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হয়েছে। কিন্তু ইসরাইল কৌশলগত বলে মনে করা বেশ কয়েকটি এলাকায় সৈন্য রেখেছে।

বৃহস্পতিবারের ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম শোক প্রকাশ এবং ‘সামরিক প্রতিষ্ঠানের প্রতি সরকারের পূর্ণ সংহতি’ প্রকাশ করেছেন।

তিনি বলেন, সেনাবাহিনী হলো লেবাননের ‘নিরাপত্তা ভালভ, সার্বভৌমত্বের দুর্গ এবং জাতীয় ঐক্যের সমর্থন’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২
পিরোজপুরে বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তকরণে মতবিনিময় সভা
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
১০