সেপ্টেম্বরের নীতিগত বৈঠকে সুদের হার কমানোর আহ্বান ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারের

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:০৬

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস): মার্কিন ফেডারেল রিজার্ভের এক গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বৃহস্পতিবার বলেছেন, কেন্দ্রীয় ব্যাংককে আসন্ন মুদ্রানীতি বৈঠকে তাদের মূল সুদের হার কমানো উচিত।

নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মিয়ামিতে এক বক্তৃতাকালে ওয়ালার বলেন, যদিও আমি বিশ্বাস করি জুলাই মাসে আমাদের সুদের হার কমানো উচিত ছিল। আমি এখনও আশাবাদী যে আমাদের পরবর্তী সভায় মুদ্রানীতি সহজীকরণ শ্রমবাজারের অবনতি রোধ করতে এবং মুদ্রাস্ফীতি দুই শতাংশের লক্ষ্যে ফিরিয়ে আনতে সহায়তা করবে । তাহলে চলুন, কাজটি শুরু করি।

ওয়ালারের এই উৎসাহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহের প্রতিফলন, যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ও ঋণ প্রদানের কেন্দ্রীয় এই হার কমানোর পক্ষে জোর দিচ্ছেন। গত কয়েক মাস ধরে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প বারবার হার কমানোর আহ্বান জানিয়েছেন। যদিও বর্তমান ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল এতে অনীহা প্রকাশ করেছেন। আগামী ফেড বৈঠক অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ সেপ্টেম্বর। সর্বশেষ বৈঠকে ওয়ালার এবং ভাইস চেয়ার মিশেল বোম্যান হার কমানোর পক্ষে মত দেন। তবে সংখ্যাগরিষ্ঠ সদস্য বর্তমান হার অপরিবর্তিত রাখার পক্ষে ছিলেন।

প্রশিক্ষিত অর্থনীতিবিদ ওয়ালারকে ট্রাম্প প্রশাসন পাওয়েলের উত্তরসূরি হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করছে।

ওয়ালার হার কমানোর পক্ষে হলেও তিনি বলেন, আমি মনে করি না সেপ্টেম্বর মাসে ২৫ বেসিস পয়েন্টের বেশি কমানো প্রয়োজন। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ শর্তও যোগ করেন। ৫ সেপ্টেম্বরের কর্মসংস্থান প্রতিবেদন যদি অর্থনীতির ব্যাপক দুর্বলতা নির্দেশ করে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে তাহলে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
গাজীপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
১০