পোল্যান্ড প্রতিরক্ষা ব্যয় বাড়াবে

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:২১

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : পোল্যান্ড আগামী বছরে সে দেশের প্রতিরক্ষা খরচ জিডিপির ৪.৮ শতাংশ পর্যন্ত বাড়াবে। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী আন্দ্রজে ডোমানস্কি একথা জানিয়েছেন। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাহিদা অনুযায়ী ৫ শতাংশের কাছাকাছি। বাজেট প্রস্তাবটি এমন সময় এলো যখন ন্যাটো জানিয়েছে, তাদের সকল সদস্য এই বছর জোটের পূর্ববর্তী প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা জিডিপির দুই শতাংশে পৌঁছার লক্ষ্য পূরণ করতে চলেছে।

ওয়ারশ থেকে এএফপি এ খবর জানায়।

পোল্যান্ড পূর্ব তীরে একটি গুরুত্বপূর্ণ জোট সদস্য হিসেবে রয়েছে। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিবেশি ইউক্রেন যখন লড়াই করছে, তখন পোল্যান্ড তার পূর্ব দিকের জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য ছিল। 

পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ ডোমানস্কি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমরা ২২০৬ সালে প্রতিরক্ষা খাতে ২শ’ বিলিয়ন জেলাটি (৫৫ বিলিয়ন ডলার) রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করছি। যা জিডিপির ৪.৮ শতাংশেরও বেশি।

রাশিয়ার হুমকির ভয়ে, পোল্যান্ড তার সশস্ত্র বাহিনীর দ্রুত আধুনিকীকরণ শুরু করেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও  দক্ষিণ কোরিয়া থেকে আসা অস্ত্রের জন্য বিলিয়ন বিলিয়ন ডার ব্যয় করেছে।

গত জুন মাসে ৩২ সদস্যের নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) ট্রাম্পের চাপে আগামী দশকে প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

ট্রাম্প ন্যাটোর সাথে জড়িত থাকার জন্য তাদের জিডিপির পাঁচ শতাংশ নিরাপত্তা সম্পর্কিত খাতে ব্যয় করার প্রতিশ্রুতি ভেঙে দিয়েছেন।

এই প্রধান লক্ষ্যকে ভেঙে দেখলে, ৩.৫ শতাংশ মূল প্রতিরক্ষা খাতে এবং ১.৫ শতাংশ অবকাঠামো ও সাইবার নিরাপত্তা ইত্যাদি বিস্তৃত ক্ষেত্রে ব্যয় করা হবে। নতুন লক্ষ্যমাত্রা ২০১৪ সালে নির্ধারিত জোটের পূর্ববর্তী সামরিক ব্যয়ের লক্ষ্যমাত্রা দুই শতাংশে নিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
গাজীপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
১০