ভিয়েতনাম সরকার প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেবে

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৮:০০

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় দিবস উদযাপনের আগে বিদেশিসহ প্রায় ১৪ হাজার বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হবে বলে আজ জানিয়েছে ভিয়েতনাম সরকার।  এটি হবে একক কোনো বছরে রেকর্ড সংখ্যক বন্দি মুক্তির ঘটনা।

রাজধানী হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কমিউনিস্ট দেশটি প্রায়ই রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানের আগে বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে।

ভিয়েতনামের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ক্যান দিন তাই সাংবাদিকদের জানান, আগামী সোমবার থেকে ১৩ হাজার ৯১৫ জন বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে ভিন্ন ১৮টি দেশের ৬৬ জন রয়েছেন। তাদের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকও রয়েছেন।

জননিরাপত্তা উপমন্ত্রী লি ভ্যান তুয়েন বলেন, ‘এ বছর মুক্তিপ্রাপ্ত বন্দির মোট সংখ্যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।’

ভিয়েতনামের আইন অনুসারে, সরকারকে উৎখাৎ চেষ্টা কিংবা সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত কারাবন্দিরা মুক্তি পাওয়ার যোগ্য নয়।

২০০৯ সাল থেকে ভিয়েতনামে প্রত্যাশিত মুক্তির তারিখের আগে অন্তত ১ লক্ষাধিক বন্দি ছাড়া পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
গাজীপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
বিএমডিএ’র কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময় 
চন্দনাইশে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রামে হতাহত ২৪ জনের পরিবারকে ১ কোটি ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বিআরটিএ
১৬০ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল
হাওর মহাপরিকল্পনা হালনাগাদের জন্য পরামর্শ আহ্বান
১০