ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : ভেনিজুয়েলার উপকূলের কাছে ট্রাম্প প্রশাসনের মোতায়েনকৃত ইউএসএস লেক এরি গাইডেড মিসাইল ক্রুজারটিকে শুক্রবার রাতে প্রশান্ত মহাসাগর থেকে ক্যারিবিয়া অভিমুখে যাওয়ার লক্ষে পানামা খাল অতিক্রম করতে দেখা গেছে।
পানামা সিটি থেকে এএফপি এ খবর জানায়।
এএফপির সাংবাদিকরা স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিট (শনিবার গ্রিনিচমান সময় ০২-৩০ টা)-এর দিকে যুদ্ধজাহাজটিকে এই খাল অতিক্রম করতে এবং পূর্ব দিকে আটলান্টিকের দিকে যেতে দেখেছেন।