ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, তারা আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা বাতিল করবে। এবারের অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধরত ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করবে।
ইসরাইল ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরাইল পশ্চিম তীর-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রতিদ্বন্দ্বী হামাসের সঙ্গে একত্রিত করার চেষ্টা করেছে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র বরাত দিয়ে পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের আগে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ও প্যালেস্টাইন কর্তৃপক্ষের (পিএ) সদস্যদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিল’ করতে যাচ্ছে তারা।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘পিএলও ও পিএ’র দায়িত্বশীল ব্যক্তিদের প্রতিশ্রুতি পালন না করা এবং শান্তির সম্ভাবনা ক্ষুণ্ন করায়, জবাবদিহি করানোর অংশ হিসেবে এটা করা হয়েছে।’
এ পদক্ষেপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাজনিত স্বার্থের কথাও বলা হয় বিবৃতিতে।
পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হওয়ার অভিযোগ এনে ‘আইন লঙ্ঘনের’ অভিযোগ এনেছে।
এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ‘একটি অনুমানযোগ্য ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি নিশ্চিত করার প্রচেষ্টা’ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার, এক্স-এ লিখেছেন, ‘এই সাহসী পদক্ষেপের জন্য এবং আবারও ইসরাইলের পাশে দাঁড়ানোর জন্য’ ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সদর দপ্তর চুক্তির স্পষ্ট পরিপন্থী’ বলে উল্লেখ করেছে।