ডিসেম্বরে ভারত সফরে যাবেন পুতিন

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৩:১৭

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ডিসেম্বরে ভারতে সফরে যাবেন। 

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক আরোপ করেছে এবং ভারত-রাশিয়ার সম্পর্ক আরো জোরদার হয়েছে।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এএফপিসহ অন্যান্য সংবাদমাধ্যমকে জানান, আগামী সোমবার চীনে এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সেখানে ‘ডিসেম্বরের সফরের প্রস্তুতি নিয়েও’ আলোচনা হবে।

রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনায়  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করেছেন। এ পদক্ষেপের মাধ্যমে মস্কোকে চাপ দেওয়ার চেষ্টা চলছে, যাতে তারা ইউক্রেনে হামলা বন্ধ করে।

রাশিয়ার রাষ্ট্রীয় বাজেটে আয়ের অন্যতম প্রধান উৎস হলো জ্বালানি খাত। আবার তারা ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশও বটে। সোভিয়েত আমল থেকেই দুই দেশের উষ্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটির পশ্চিমা মিত্ররা রাশিয়ার রপ্তানি আয় বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে।

তবে রাশিয়া ইউরোপের পরিবর্তে ভারত ও চীনের মতো দেশের কাছে তেল বিক্রি করতে সক্ষম হয়েছে। ফলে তাদের কয়েকশ’ কোটি ডলারের তেলের অর্থপ্রবাহ অব্যাহত রয়েছে। 

ভারত জানায়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় প্রচলিত সরবরাহ ব্যাহত হয়। তাই তারা রাশিয়া থেকে তেল আমদানি করেছে।

ইউক্রেনে হামলার কারণে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এরপর থেকেই পুতিন তার বিদেশ সফর অনেক কমিয়ে দিয়েছেন।

ভারত আইসিসি’র সদস্য নয়। তাই পুতিনকে গ্রেফতার করার কোনো বাধ্যবাধকতা তাদের নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০