ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের পর প্রথম প্রকাশ্য বক্তব্যে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত মাথা নোয়াবে না বরং নতুন বাজার ধরার দিকে মনোনিবেশ করবে।
নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানায়।
নয়াদিল্লি ব্যাপক রাশিয়ার তেল কেনার প্রতিশোধ হিসেবে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে বহু ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। যা ইউক্রেনে যুদ্ধ শেষ করতে মস্কোর ওপর চাপ সৃষ্টি করার মার্কিন প্রচেষ্টার অংশ।
এই বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে ডোনাল্ড ট্রাম্প শুল্ককে বহুমুখী নীতি সরঞ্জামের মতো ব্যবহার করেছেন, যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করছে।
নতুন দিল্লিতে শুক্রবার এক নির্মাণ শিল্প সংক্রান্ত অনুষ্ঠানে গোয়েল বলেন, যদি কেউ আমাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, তাহলে ভারত সদা প্রস্তুত। তবে ভারত মাথা নত করবে না। কখনো দুর্বলতাও দেখাবে না। আমরা একসঙ্গে এগিয়ে নতুন বাজার ধরবো।
ট্রাম্পের সর্বশেষ শুল্ক পদক্ষেপের ফলে মার্কিন-ভারত সম্পর্ক চাপের মুখে পড়েছে, পূর্বে ভারত এই শুল্ককে অন্যায়, অযৌক্তিক এবং অসমর্থনীয় হিসেবে সমালোচনা করে।
দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা কৃষি ও দুগ্ধ বাজার নিয়ে বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্প চাইছেন যুক্তরাষ্ট্রকে আরও প্রবেশাধিকার, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের কৃষকদের সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের প্রধান রপ্তানি গন্তব্য, যেখান থেকে রপ্তানি আয় ছিল ৮৭.৩ বিলিয়ন ডলার। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ৫০ শতাংশ শুল্ক এক প্রকার বাণিজ্য নিষেধাজ্ঞার সমতুল্য এবং ছোট ব্যবসায়ীদের ক্ষতি করতে পারে।
গোয়েল জানান, সরকার কয়েকদিনের মধ্যে প্রতিটি খাতকে সমর্থন এবং রপ্তানি বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ নেবে।
তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভারতের রপ্তানি এই বছরে ২০২৪-২৫ সালের পরিসংখ্যান অতিক্রম করবে।