ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো রাশিয়া-ইউক্রেন শান্তি শীর্ষ সম্মেলনের জন্য কাজ করছেন। হোয়াইট হাউস শুক্রবার এ কথা জানিয়েছে। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সতর্ক করে দিয়ে বলেন, ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে নিয়ে ‘খেলছেন’।
ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘যুদ্ধ বন্ধে ও হত্যাযজ্ঞ ঠেকাতে একটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল রাশিয়ান ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘অনেক বিশ্বনেতাই বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থাকলে এই যুদ্ধ কখনোই হতো না। তবে দেশের স্বার্থে এসব বিষয়ে প্রকাশ্যে আলোচনা না করাই ভালো।’
মাখোঁ শুক্রবার আশা প্রকাশ করেছিলেন যে, দুই নেতার মধ্যে একটি বৈঠক হবে। তবে তিনি সতর্ক করে বলেন, সোমবারের মধ্যে যদি রাশিয়ানরা বৈঠকে রাজি না হয়, ‘তাহলে আবারও প্রমাণিত হবে যে প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খেলছেন।’
এই মাসের শুরুতে আলাস্কায় পুতিনের সঙ্গে সাক্ষাতের পর এবং গত সপ্তাহে হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, তিনি রাশিয়ান ও ইউক্রেনীয় নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ব্যবস্থা করছেন।
কিন্তু এরপর থেকে রাশিয়া এ ধরনের বৈঠকের সম্ভাবনাকে তেমন গুরুত্ব দেয়নি।
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার পুতিন ট্রাম্পকে বোকা বানিয়েছেন, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন।
মাখোঁর মন্তব্য সম্পর্কে এএফপি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি অযৌক্তিক প্রশ্ন।’
মিলার বলেন, ‘ইতিহাসের কোনো প্রেসিডেন্ট শান্তির জন্য এত বেশি কাজ করেননি। তিনি দৃঢ়ভাবে হত্যাযজ্ঞ বন্ধের জন্য কাজ করছেন এবং বিশ্বের সবারই এতে আনন্দিত হওয়া উচিত।’