আরো বৈদেশিক সাহায্য কমানোর পদক্ষেপ নিলেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৫:০৯

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন কংগ্রেস অনুমোদিত ৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, এ পদক্ষেপে ডেমোক্র্যাটরা তীব্র বিরোধিতা করায় ফেডারেল অচলাবস্থার ঝুঁকি বেড়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রতিনিধি পরিষদে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন,  ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের এই কাটছাঁট পররাষ্ট্র দপ্তর ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র কর্মসূচিগুলোর ওপর  প্রভাব ফেলবে।  

হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট সোশ্যাল মিডিয়ায় চিঠির একটি অনুলিপি প্রকাশ করে করেছে। যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট সর্বদা ‘আমেরিকাকে (যুক্তরাষ্ট্র) প্রথমে রাখবেন।’

এদিকে, ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছে, কংগ্রেস অনুমোদিত তহবিল বাতিলের যে কোনো চেষ্টা হলে, বাজেট নিয়ে আলোচনাই ভেস্তে যাবে। 

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক সংখ্যালঘুর নেতৃত্বদানকারী চাক শুমার ট্রাম্পের স্বল্প-পরিচিত আইন প্রণয়ন কৌশলটিকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন। 

কিছু মধ্যপন্থী রিপাবলিকানও আইন প্রণেতাদের দ্বারা ইতোমধ্যে অনুমোদিত ব্যয় বন্ধ করার ট্রাম্পের প্রচেষ্টার বিরোধিতা প্রকাশ করেছেন।

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের কৌশলের জন্য প্রশাসনের একটি ‘দৃঢ় আইনি ভিত্তি’ রয়েছে এবং আদালতে এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ ব্যর্থ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
নির্বাচন কমিশন সার্ভিস গঠনের দাবি উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের
গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
গাজা সিটি থেকে গণহারে লোকজন সরিয়ে নেওয়া অসম্ভব : রেডক্রস প্রধান
ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
ভিপি নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ঢাবি সাদা দলের
রোহিঙ্গা ইস্যু কেবল কূটনীতির বিষয় নয়, এটি রাজনৈতিক বিষয়ও বটে : শামা ওবায়েদ
১০