আরো বৈদেশিক সাহায্য কমানোর পদক্ষেপ নিলেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৫:০৯

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন কংগ্রেস অনুমোদিত ৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, এ পদক্ষেপে ডেমোক্র্যাটরা তীব্র বিরোধিতা করায় ফেডারেল অচলাবস্থার ঝুঁকি বেড়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রতিনিধি পরিষদে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন,  ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের এই কাটছাঁট পররাষ্ট্র দপ্তর ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র কর্মসূচিগুলোর ওপর  প্রভাব ফেলবে।  

হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট সোশ্যাল মিডিয়ায় চিঠির একটি অনুলিপি প্রকাশ করে করেছে। যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট সর্বদা ‘আমেরিকাকে (যুক্তরাষ্ট্র) প্রথমে রাখবেন।’

এদিকে, ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছে, কংগ্রেস অনুমোদিত তহবিল বাতিলের যে কোনো চেষ্টা হলে, বাজেট নিয়ে আলোচনাই ভেস্তে যাবে। 

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক সংখ্যালঘুর নেতৃত্বদানকারী চাক শুমার ট্রাম্পের স্বল্প-পরিচিত আইন প্রণয়ন কৌশলটিকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন। 

কিছু মধ্যপন্থী রিপাবলিকানও আইন প্রণেতাদের দ্বারা ইতোমধ্যে অনুমোদিত ব্যয় বন্ধ করার ট্রাম্পের প্রচেষ্টার বিরোধিতা প্রকাশ করেছেন।

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের কৌশলের জন্য প্রশাসনের একটি ‘দৃঢ় আইনি ভিত্তি’ রয়েছে এবং আদালতে এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ ব্যর্থ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০