ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : লাওসে পাচারকৃত দাস-সদৃশ পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হওয়া ১৬ জন মোজাম্বিক নাগরিককে উদ্ধার করে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
জাতিসংঘ অভিবাসন সংস্থা শুক্রবার এ তথ্য জানায়।
মাপুতো থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের বাড়ি ফিরতে সাহায্য করে। সংস্থাটি জানিয়েছে, ১ লাখ মেটিকাই (১,৫৬৫ ডলার)-এরও বেশি বেতনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দুই নারী ও ১৪ জন পুরুষকে নিয়োগ দেওয়া হয়।
তবে, তাদের কয়লা খনিতে বা প্রত্যন্ত অঞ্চলে বাঁশ কাটার কঠিন কাজে বাধ্য করা হয় এবং তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে।
আইওএম তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অনেকে কখনোই কোনও মজুরি পাননি, আবার কেউ কেউ মজুরি হিসেবে প্রতিশ্রুত অর্থের মাত্র একটি অংশগ্রহণ করেছে।
কিছু লোক ২০২৪ সালের মাঝামাঝি থেকে আবার অনেকে ২০২৫ সালের গোড়ার দিক থেকে আটকা পড়ে।
মোজাম্বিক সরকার জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে জোরপূর্বক শ্রমের অনুরূপ পরিস্থিতির শিকার হওয়া আরও সাতজন নাগরিককে খুঁজে বের করার জন্য তারা আইওএম এবং লাওস কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও মোজাম্বিকের বেশিরভাগ মানুষ দরিদ্র এবং দেশটিতে কর্মসংস্থানের স্বল্পতা রয়েছে। যে কারণে অনেকেই দক্ষিণ আফ্রিকার দেশটির বাইরে কাজ খুঁজতে বাধ্য হচ্ছে।