ফ্রান্সে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহত ১, আহত ৫

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:১৭

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : ফ্রান্সের উত্তরাঞ্চলে শনিবার ভোরে কথা কাটাকাটির জেরে একটি মদের বারের বাইরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার গাড়ি চালিয়ে লোকজনকে চাপা দিয়েছে। দেশটির প্রসিকিউটররা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এই ঘটনায় ১ জন নিহত এবং আরো ৫ জন আহত হয়েছে।

ফ্রান্সের রৌয়েন শহর থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে। 

শনিবার ভোর ৪টার দিকে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডির এভরেক্স শহরে এই দুর্ঘটনা ঘটে।

ইচ্ছাকৃতভাবে হত্যা এবং হত্যাচেষ্টার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। তবে, ঘটনাটি কোনো সন্ত্রাসী বা বর্ণবাদী কার্যক্রম সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছেন তারা।

এভরেক্স পাবলিক প্রসিকিউটর রেমি কৌতিন বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই ঘটনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এছাড়া ৫ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।’

কৌতিন বলেন, ‘বেশ কয়েকজন পুরুষের সঙ্গে এক তরুণীর কথা কাটাকাটি হয়। ঝগড়ার পর তাদের মধ্যে একজন গাড়ি আনতে যান এবং ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে গাড়িটি বারের বাইরে ভিড়ের মধ্যে উঠিয়ে দেন। ঘটনাটি ক্রমেই জটিল আকার ধারণ করে ভয়াবহ ট্র্যাজেডিতে শেষ হয়।’

এই ঘটনায় দুই পুরুষ এবং এক নারীকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০