ফ্রান্সে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহত ১, আহত ৫

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:১৭

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : ফ্রান্সের উত্তরাঞ্চলে শনিবার ভোরে কথা কাটাকাটির জেরে একটি মদের বারের বাইরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার গাড়ি চালিয়ে লোকজনকে চাপা দিয়েছে। দেশটির প্রসিকিউটররা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এই ঘটনায় ১ জন নিহত এবং আরো ৫ জন আহত হয়েছে।

ফ্রান্সের রৌয়েন শহর থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে। 

শনিবার ভোর ৪টার দিকে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডির এভরেক্স শহরে এই দুর্ঘটনা ঘটে।

ইচ্ছাকৃতভাবে হত্যা এবং হত্যাচেষ্টার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। তবে, ঘটনাটি কোনো সন্ত্রাসী বা বর্ণবাদী কার্যক্রম সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছেন তারা।

এভরেক্স পাবলিক প্রসিকিউটর রেমি কৌতিন বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই ঘটনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এছাড়া ৫ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।’

কৌতিন বলেন, ‘বেশ কয়েকজন পুরুষের সঙ্গে এক তরুণীর কথা কাটাকাটি হয়। ঝগড়ার পর তাদের মধ্যে একজন গাড়ি আনতে যান এবং ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে গাড়িটি বারের বাইরে ভিড়ের মধ্যে উঠিয়ে দেন। ঘটনাটি ক্রমেই জটিল আকার ধারণ করে ভয়াবহ ট্র্যাজেডিতে শেষ হয়।’

এই ঘটনায় দুই পুরুষ এবং এক নারীকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০