কিউবার প্রেসিডেন্টের চীন, লাওস ও ভিয়েতনাম সফর শুরু 

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৫

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল শনিবার বলেছেন, তিনি এশিয়া সফর শুরু করেছেন। তার এ সফরে তিনি এই মহাদেশের প্রধান বাণিজ্যিক মিত্র চীন, লাওস এবং ভিয়েতনামে যাবেন। হাভানা থেকে এএফপি এ খবর জানায়।

দিয়াজ-ক্যানেলের এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ১ কোটি ৯ লাখ জনসংখ্যার কিউবা তীব্র অর্থনৈতিক সংকটের মুখোমুখি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্য বিপর্যস্ত।

দিয়াজ-ক্যানেল এক্স-এ লিখেছেন, ‘এই সপ্তাহের শেষে আমরা ভিয়েতনাম, চীন এবং লাওসে আনুষ্ঠানিক সফর শুরু করেছি, যাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং সহযোগিতা ও সংহতির  অংশিদারিত্বের ইতিহাস রয়েছে এবং সময় ও সবচেয়ে বড় চ্যালেঞ্জর দ্বারা পরীক্ষিত।’

কিউবার সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চ জানায়, ২০২০ সালে বাণিজ্যিক সম্পর্ক শুরু হওয়ার পর থেকে ভিয়েতনাম হল কিউবার শীর্ষস্থানীয় এশিয়ান বিনিয়োগকারী, দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৩৪০ মিলিয়ন ডলার।

ভিয়েতনাম কিউবায় চাল, কয়লা, রাসায়নিক, টেক্সটাইল এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ রফতানি করে এবং মূলত দ্বীপ থেকে ওষুধজাত পণ্য আমদানি করে।

কিউবা সম্প্রতি ভিয়েতনামী কোম্পানি এগ্রি ভিএএম-কে হাভানার পশ্চিমে ১ হাজার হেক্টর জমিতে চাল চাষের অনুমতি দিয়েছে। ভিয়েতনাম অতীতেও কিউবাকে ধান চাষের পরামর্শ দিয়েছে কিন্তু এই প্রথমবারের মতো কোনও বেসরকারি সংস্থা নিজেই চাষ করেছে।

চাল স্থানীয় একটি প্রধান খাদ্য, কিউবানরা প্রতি বছর মাথাপিছু ৬০ কিলো চাল খায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ
চট্টগ্রামে পিন্টু হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার ৪
র‌্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বিএনপি
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা
সাক্ষীর জবানবন্দি : রিকশা চালিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক সহকর্মীকে নিয়ে হাসপাতালে যাই
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
চবি, রাবি ও বাকৃবিতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের উদ্বেগ
মুন্সীগঞ্জে আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন শুনানি ১১ সেপ্টেম্বর
১০