ছেলের মৃত্যু হলে নেতানিয়াহুকে জবাবদিহি করতে হবে বলে প্রতিজ্ঞা জিম্মির মায়ের

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:৪৬

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজায় ইসরাইল নতুন করে হামলা চালালে যদি জিম্মি মাতান জাঙ্গাউকার বন্দী অবস্থায় মারা যান, তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে শনিবার প্রতিজ্ঞা করেছেন ওই ইসরাইলি জিম্মির মা।

তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মাতান জাঙ্গাউকারের মা আইনভ জাঙ্গাউকার বলেন, ‘যদি নেতানিয়াহু বর্তমান চুক্তির রূপরেখার পরিবর্তে গাজা দখল করতে চান, তাহলে তা হবে আমাদের জিম্মি ও প্রিয় সৈন্যদের মৃত্যুদণ্ড।’ 

চলতি মাসের শুরুতে, হামাস ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য একটি কাঠামোতে সম্মত হয়েছে। 

কিন্তু ইসরাইল এখনও এ বিষয়ে তাদের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে এক সমাবেশে ওই মা নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি আমার মাতান কফিনে ফিরে আসে, তাহলে কেবল সে ও আমিই এর মূল্য দেব না। আমি ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনব।’

২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের সময় মাতান জাঙ্গাউকারকে তার ইসরাইলি-মেক্সিকান বান্ধবী ইলানা গ্রিটজেউস্কির সঙ্গে কিবুটজ নির ওজের বাড়ি থেকে অপহরণ করা হয়। 

প্রায় ২৩ মাসের যুদ্ধের মধ্যে মাত্র দুটি যুদ্ধবিরতির প্রথমটিতে, ২০২৩ সালের নভেম্বরে গ্রিটজেউস্কিকে মুক্তি দেওয়া হয়।

এরপর থেকে আইনভ জাঙ্গাউকার জিম্মিদের নিরাপদ মুক্তির প্রচারণার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২
পিরোজপুরে বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তকরণে মতবিনিময় সভা
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
১০