অস্ট্রেলিয়ায় পুলিশ হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বামীকে আত্মসমর্পণের আহ্বান স্ত্রীর

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:৫৫

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ায় দুই পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির স্ত্রী রোববার অস্ট্রেলিয়ান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার স্বামীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ৫৬ বছর বয়সী সন্দেহভাজন ডেজি ফ্রিম্যান গত মঙ্গলবার ভিক্টোরিয়া রাজ্যের উত্তর-পূর্বে তার বাড়িতে ১০ জন পুলিশ কর্মকর্তার একটি দলের ওপর গুলি চালানোর পর ঝোপঝাড় দিয়ে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, পোরেপুঙ্কাহের গ্রামীণ শহরে ‘ভয়াবহ’ গুলিতে ৫৯ বছর বয়সী গোয়েন্দা নীল থম্পসন ও ৩৫ বছর বয়সী জ্যেষ্ঠ কনস্টেবল ভাদিম ডি ওয়ার্ট নিহত হয়।

সন্দেহভাজন ওই ব্যক্তির স্ত্রী আমালিয়া ফ্রিম্যান রোববার তার আইনজীবীর মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা এক বিবৃতিতে তার স্বামীকে পুলিশের কাছে ফোন করে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

তিনি বিবৃতিতে বলেন, ‘এই ট্র্যাজেডির দ্রুত ও নিরাপদ সমাপ্তির জন্য আমরা ভিক্টোরিয়া পুলিশের অনুরোধকে সমর্থন করছি’।

তিনি বলেন, ‘আমার স্বামীর সন্ধানে ভিক্টোরিয়া পুলিশকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং ভিক্টোরিয়া পুলিশকে আমি যে কোনও উপায়ে সহযোগিতা করব।’

তিনি আরো বলেন, ‘ ডেজি, যদি আপনি এটি দেখেন বা শুনেন, তাহলে দয়া করে ০০০ নম্বরে কল করুন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ  করুন।’

৪২ বছর বয়সী এই নারী জানান, তিনি ও তার সন্তানরা নিহত দুই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করছেন।

পুলিশ জানায়, ওই ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছেন, তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

৪৫০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ফ্রিম্যানের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

ফ্রিম্যানের ঝোপঝাড় থেকে বেঁচে থাকার দক্ষতা এবং এলাকা সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০