রুশ সম্পদ ব্যবহারে সব পথ অনুসন্ধানের আহ্বান কাজা ক্যালাসের

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৩:৪২

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস):  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস শনিবার বলেছেন, ইউক্রেনকে সহায়তা করতে রাশিয়ার জব্দকৃত সম্পদ সর্বোচ্চভাবে ব্যবহারের জন্য সব ধরনের বিকল্প বিবেচনা করা উচিত, যদিও গুরুত্বপূর্ণ সদস্য বেলজিয়ামের এই ব্যাপারে আপত্তি রয়েছে।

কোপেনহেগেন থেকে এএফপি এ খবর জানায়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইইউ প্রায় ২০০ বিলিয়ন ইউরো রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করে। এর সিংহভাগই বেলজিয়ামের আন্তর্জাতিক আমানত সংস্থা ইউরোক্লিয়ারে রাখা হয়েছে।

ডেনমার্কে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে কাজা ক্যালাস বলেন, মন্ত্রীগণ ইউক্রেনের অর্থায়ন ঘাটতি মোকাবেলা ও যুদ্ধ ক্ষতির জন্য রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হয়েছেন। এটি অর্জনে সম্ভাব্য ঝুঁকি ন্যূনতম রেখে ব্যবহারযোগ্য সব পথ অনুসন্ধান করা জরুরি।

গত বছর ইউরোপীয় ইউনিয়ন এবং জি-৭ অংশীদাররা এ সম্পদ থেকে অর্জিত সুদ ব্যবহার করে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের ঋণ দেয়, যা এখনো কিস্তিতে পরিশোধ করা হচ্ছে। তবে ইইউর একাধিক কঠোর অবস্থানধারী দেশ আরও পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে সরাসরি সম্পদ বাজেয়াপ্ত করা বা অধিক মুনাফার আশায় ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করা।

শনিবার এস্তোনিয়া সফরে ইইউ কমিশনের সভাপতি উরসুলা ভনডার লেয়েন বলেন, রুশ জব্দকৃত সম্পদ ব্যবহারে কাজ এগিয়ে চলেছে। কারণ, এটা স্পষ্ট যে শিকারিকে তার অপরাধের মূল্য দিতে হবে।

কিন্তু বেলজিয়াম এখন পর্যন্ত এই সম্পদ ব্যবহারে কড়া আপত্তি জানিয়ে আসছে। দেশটি আশঙ্কা করছে যে এতে ক্ষতির দায় তাদের বহন করতে হতে পারে।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভট বলেন, বেলজিয়াম কোনো সম্পদ বাজেয়াপ্ত করার পক্ষে নয়। বিনিয়োগ কৌশল পরিবর্তনও কোনো বিকল্প নয়, কারণ এতে আইনি, আর্থিক ও বিচারিক ঝুঁকি আরও বেড়ে যাবে।

কাজা ক্যালাস স্বীকার করেন যে এ ধরনের আপত্তির কারণে অদূর ভবিষ্যতে এ বিষয়ে কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই। তবে তিনি বলেন, ইইউর উচিত ঝুঁকি মোকাবেলার পথ খোঁজা।

যুক্তরাষ্ট্র সংঘাত অবসানে প্রচেষ্টা চালালেও ইইউর শীর্ষ কূটনীতিক স্পষ্ট করে বলেন যে এ বিষয়ে তারা একমত।

তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে এখন পর্যন্ত যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে পূর্ণ ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত রাশিয়া কখনোই এ অর্থ ফেরত পাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুরুষদের চেয়ে নারী বিশ্বকাপের প্রাইজমানি বেশি
দেশের মানুষের হৃদয়ে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে : আমীর খসরু
ঢাকায় বিশ্ব অ্যান্টি-ফ্যাসিস্ট যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করল চীন
বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয় রাজনৈতিক দল: সেলিমা রহমান 
১০৩ রানে অলআউট নেদারল্যান্ডস
জেনারেল ওসমানীর জীবনাদর্শ আরও বেশি আলোচনা করতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রবল বাতাসের কারণে গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফিরে গেল বার্সেলোনায়
ভাওয়াল জাতীয় উদ্যানে বন অধিদপ্তরের অভিযান
আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮.৯ শতাংশ
ইউক্রেন ইস্যুতে তুরস্কের মধ্যস্থতার প্রশংসা পুতিনের
১০