গাজা সিটি খালি করার বিরুদ্ধে রেড ক্রসের সতর্কতা

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৪:২৮

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : রেডক্রস শনিবার সতর্ক করে বলেছে,  বর্তমান পরিস্থিতিতে গাজা শহর থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলার ইসরাইলি প্রচেষ্টা, এই অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকির মধ্যে ফেলবে। 

ইসরাইলি সেনাবাহিনী পরিকল্পিত আক্রমণের আগে এই অঞ্চলের ওপর তার অবরোধ আরো জোরদার করার সময় এই সতর্কবার্তা দিয়েছে রেডক্রস।

গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সকাল থেকেই ইসরাইলি হামলায় যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে ৬৬ জন নিহত হয়েছে। প্রায় ২৩ মাস ধরে এই যুদ্ধ চলছে। 

আন্তর্জাতিক রেডক্রস কমিটির সভাপতি মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে গাজা সিটি থেকে ব্যাপক জনগণকে সরিয়ে নেওয়া অসম্ভব। 

তিনি বলেন, গাজায় আশ্রয়, স্বাস্থ্যসেবা ও পুষ্টির ভয়াবহ অবস্থার অর্থ হল ‘বর্তমান পরিস্থিতিতে কেবল অসম্ভবই নয়, বরং অবোধগম্যও।’

গাজায় আক্রমণ বন্ধ করার জন্য ইসরাইলের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ছে। এখানে জনসংখ্যার একটি বিরাট অংশ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে এবং জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

কিন্তু দেশ-বিদেশ থেকে যুদ্ধ বন্ধের আহ্বান সত্ত্বেও, ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহরটি দখল এবং এর বাসিন্দাদের অন্যত্র সরানোর জন্য একটি অভিযান চালাতে যাচ্ছে।

তেল আবিবে শনিবার এক সমাবেশে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের আলোচনার মাধ্যমে মুক্তির দাবিতে বন্দীদের পরিবার সতর্ক করে দিয়ে বলেছে, আসন্ন আক্রমণ তাদের জীবনকে বিপন্ন করতে পারে।

ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরকে ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে। এখানে প্রতিদিনের যুদ্ধবিরতি ছাড়াই অন্যত্র সীমিত খাদ্য সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।

সেনাবাহিনী জনগণকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানায়নি। তবে একদিন আগে ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক বিষয় তত্ত্বাবধানকারী ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাট বলেছে, তারা সেখানকার ‘বাসিন্দাদের সুরক্ষার জন্য তাদেরকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০