নরওয়েতে সড়ক ও রেলপথ ধসে প্রাণ গেল ১ জনের

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৫:০৭

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : নরওয়েতে একটি বিশাল ডুবন্ত গর্ত মোটরওয়ে এবং রেলপথের একটি অংশ গ্রাস করে ফেলে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

অসলো থেকে এএফপি এ খবর জানায়।

কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, নরওয়েজিয়ান মিডিয়ার ছবি অনুসারে, অসলো থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে লেভাঙ্গার শহরে কয়েক ডজন মিটার বিস্তৃত এই গর্ত ই৬ মোটরওয়ের উভয় লেন এবং রাস্তার পাশের রেল ট্র্যাকগুলোকে গ্রাস করে ফেলে। নরওয়েজিয়ান মিডিয়ার ছবি অনুসারে, অসলো থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে লেভাঙ্গার শহরে কয়েক ডজন মিটার বিস্তৃত এই গর্ত ই৬ মোটরওয়ের উভয় লেন এবং রাস্তার পাশের ট্র্যাকগুলোকে ক্ষতিগ্রস্থ করেছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে থাকা নিখোঁজ একজন ডেনিশ কর্মীকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

নরওয়েজিয়ান ব্রডকাস্টার এনআরকে-কে দেশটির রেলওয়ে অবকাঠামো পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত নরওয়ের পাবলিক কোম্পানি রেলপথের পাশের মাটি স্থিতিশীল করার কাজ করছিল। কোম্পানিটি বলেছে যে এই কাজগুলো সিঙ্কহোলের কারণ হতে পারে কিনা তা এখনই বলাটা খুব তাড়াতাড়ি হবে।

এনটিবি সংবাদ সংস্থার উদ্ধৃতি অনুসারে, বিশেষজ্ঞদের মতে এলাকাটি মূলত কাদামাটি দিয়ে তৈরি যা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। ঘটনাস্থলের কাছাকাছি দুটি বাড়ি খালি করা হয়েছে।

নরওয়েজিয়ান রোড অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঘটনার আশেপাশের এলাকায় ই৬ মোটরওয়ে বেশ কয়েক দিনের জন্য বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২
পিরোজপুরে বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তকরণে মতবিনিময় সভা
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
১০