নরওয়েতে সড়ক ও রেলপথ ধসে প্রাণ গেল ১ জনের

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৫:০৭

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : নরওয়েতে একটি বিশাল ডুবন্ত গর্ত মোটরওয়ে এবং রেলপথের একটি অংশ গ্রাস করে ফেলে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

অসলো থেকে এএফপি এ খবর জানায়।

কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, নরওয়েজিয়ান মিডিয়ার ছবি অনুসারে, অসলো থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে লেভাঙ্গার শহরে কয়েক ডজন মিটার বিস্তৃত এই গর্ত ই৬ মোটরওয়ের উভয় লেন এবং রাস্তার পাশের রেল ট্র্যাকগুলোকে গ্রাস করে ফেলে। নরওয়েজিয়ান মিডিয়ার ছবি অনুসারে, অসলো থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে লেভাঙ্গার শহরে কয়েক ডজন মিটার বিস্তৃত এই গর্ত ই৬ মোটরওয়ের উভয় লেন এবং রাস্তার পাশের ট্র্যাকগুলোকে ক্ষতিগ্রস্থ করেছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে থাকা নিখোঁজ একজন ডেনিশ কর্মীকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

নরওয়েজিয়ান ব্রডকাস্টার এনআরকে-কে দেশটির রেলওয়ে অবকাঠামো পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত নরওয়ের পাবলিক কোম্পানি রেলপথের পাশের মাটি স্থিতিশীল করার কাজ করছিল। কোম্পানিটি বলেছে যে এই কাজগুলো সিঙ্কহোলের কারণ হতে পারে কিনা তা এখনই বলাটা খুব তাড়াতাড়ি হবে।

এনটিবি সংবাদ সংস্থার উদ্ধৃতি অনুসারে, বিশেষজ্ঞদের মতে এলাকাটি মূলত কাদামাটি দিয়ে তৈরি যা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। ঘটনাস্থলের কাছাকাছি দুটি বাড়ি খালি করা হয়েছে।

নরওয়েজিয়ান রোড অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঘটনার আশেপাশের এলাকায় ই৬ মোটরওয়ে বেশ কয়েক দিনের জন্য বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০