গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের নিহত হওয়ার কথা নিশ্চিত করল হামাস

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৫:৪১

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার তিন মাসেরও বেশি সময় পর, রোববার হামাস গাজার তাদের নেতা মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার ফিলিস্তিনি ইসলামপন্থী এই গোষ্ঠী কর্তৃক প্রকাশিত ছবিতে তাকে ‘সামরিক কাউন্সিলের শহীদ’ হিসাবে বর্ণনা করা হয়েছে। 

মোহাম্মদ সিনওয়ার ছিলেন ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই, যাকে ইসরাইল ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের ওপর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছিল।

কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর, তিনি আল-কাসসাম ব্রিগেডের সামরিক পরিষদের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে।

ইসরাইল জানিয়েছে, তারা জুন মাসে মধ্য গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নীচে একটি সুড়ঙ্গে মোহাম্মদ সিনওয়ারের মৃতদেহ শনাক্ত করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা ১৩ মে তাকে হত্যা করা হয়।

ইসরাইলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামাসের আক্রমণে ১ হাজার ২শ’ ১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামলার সময় আটক ২৫১ জন জিম্মির মধ্যে ৪৭ জন এখনও গাজায় বন্দী, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৬৩ হাজার ৩শ’ ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘের মতে, হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান নির্ভরযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মশার কয়েলের বিকল্প ‘বাজ শিল্ড’ উদ্ভাবন করে সেরা দশে খুবি
গৌরব ও আত্মত্যাগে ৪৭ বছরে বিএনপি 
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
১০