ফরাসি প্রধানমন্ত্রী বাইরুকে ‘বিদায় জানাতে হবে’: সমাজতন্ত্রীদের আহ্বান

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:৪৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় বাজেটে ব্যয় কমানো নিয়ে বিরোধী দলের সঙ্গে রেষারেষির মধ্যে নিজের পদ বাঁচানোর লড়াইয়ে থাকা ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে এখন ‘বিদায় জানাতে হবে’ বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক দলের নেতা অলিভিয়ে ফোর।

প্যারিস থেকে এএফপি জানায়, মধ্যমপন্থী এই প্রধানমন্ত্রী গত সপ্তাহে এক বক্তব্যে ফরাসিদের বিস্মিত করেন। তিনি বলেন, জাতীয় বাজেটে ব্যয় কমানো নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর সংসদে তিনি আস্থা ভোট চাইবেন।

রোববার রাতে বাইরু টেলিভিশনে এক সাক্ষাৎকার দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি তার নিজের ও তার সংখ্যালঘু সরকারের ভবিষ্যৎ রক্ষায় নতুন উদ্যোগ নেবেন। তবে জনমত জরিপগুলো তার বিপক্ষে রয়েছে।

সমাজতান্ত্রিক নেতা ফোর জানান, ৮ সেপ্টেম্বর বাইরুর সরকারের বিরুদ্ধে ভোট দিতে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফোর টেলিভিশন চ্যানেল বিএফএমটিভিকে বলেন, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা অপরিবর্তনীয়। এখন আমি শুধু চাই, তিনি যাতে বিদায় বলেন।

বামপন্থী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে ফোর প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে আহ্বান জানিয়ে বলেন, গত গ্রীষ্মে নির্বাচনে বামপন্থী দলগুলোর জোট সর্বাধিক আসন পেলেও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়।

৭৪ বছর বয়সী বাইরু সোমবার থেকে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার আশা করছেন। তবে শর্ত হচ্ছে দলগুলোকে ফ্রান্সের ঋণ কমাতে সঞ্চয়মূলক পদক্ষেপে সম্মত হতে হবে।

মাখোঁ বাইরুর পক্ষে থাকলেও ডানপন্থী থেকে চরম বামপন্থী সব বিরোধী দলই বাইরুর কৃচ্ছ্রসাধন বাজেটকে সমর্থন করতে অস্বীকৃতি জানান।

বাইরু প্রায় ৪৪ বিলিয়ন ইউরো (৫১ বিলিয়ন মার্কিন ডলার) সাশ্রয় করতে চান। এর মধ্যে সরকারি ছুটির সংখ্যা কমানো এবং ব্যয় বৃদ্ধিতে স্থিতাবস্থা আরোপের প্রস্তাব রয়েছে। এসব পদক্ষেপে ক্ষোভ বাড়ছে এবং ট্রেড ইউনিয়নগুলো সেপ্টেম্বর মাসে বিক্ষোভের ডাক দিয়েছে।

এলাবে পরিচালিত বিএফএমটিভির এক জরিপ অনুযায়ী, প্রতি ১০ জন ফরাসির মধ্যে ৭ জন চান বাইরু আস্থা ভোটে হেরে যাক।

বাইরুর এই পরিস্থিতি ফ্রান্সে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও আর্থিক অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
১০