চীন সফরের আগে নতুন ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করলেন কিম

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, বেইজিংয়ের বৃহৎ সামরিক কুচকাওয়াজে যোগ দিতে চীন সফরের আগে তিনি নতুন ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করলেন। 

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কিম রোববার একটি অস্ত্র কারখানা ঘুরে দেখেন।

তিনি বলেন, ‘মস্কোর মিত্র দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে।’

সোমবার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এ সময় তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে ‘তিনটি নতুন দীর্ঘমেয়াদি পরিকল্পনা’ অনুমোদন করেন।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করেছে ও দেশটিতে হাজার হাজার সেনা পাঠিয়েছে।

অন্যদিকে উত্তর কোরিয়ার ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্র চীন। চীনের মিত্র দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত।

কিমের এই কারখানা পরিদর্শন বেইজিং সফরের আগে হলো। এই সফরকালে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ বিভিন্ন নেতার সঙ্গে চীনা রাজধানীর সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন।

কিউংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম ইউল-চুল এএফপিকে বলেন, ‘ক্ষেপণাস্ত্র উৎপাদনে অগ্রগতির ওপর জোর দিয়ে, পিয়ংইয়ং ওয়াশিংটন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে কাজ করছে এবং ইঙ্গিত দিয়েছে যে, তারা তার পাঁচ বছরের ক্ষেপণাস্ত্র উৎপাদন লক্ষ্য অর্জনের পথে রয়েছে।’ 

বেইজিংয়ের অনুষ্ঠানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি স্মরণে আয়োজন করা হচ্ছে এবং এটিকে উত্তর কোরিয়ার নেতার প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক সমাবেশ হিসেবে ধরা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২
পিরোজপুরে বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তকরণে মতবিনিময় সভা
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
১০