ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ায় অর্থনৈতিক সংকটের কারণে চলমান সহিংসতায় ছয় জন নিহত হওয়ার পর সোমবার  দেশটির কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। 

আইন প্রণেতাদের আর্থিক সুযোগ-সুবিধা প্রদানকে কেন্দ্র করে গত সপ্তাহে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে এই ব্যবস্থাগুলোর বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও বৃহস্পতিবার গভীর রাতে দেশটির অভিজাত আধাসামরিক পুলিশ ইউনিটের একটি দল ২১ বছর বয়সী ডেলিভারি ড্রাইভার আফান কুর্নিয়াওয়ানকে পিটিয়ে হত্যা করার ফুটেজ ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ সহিংস হয়ে ওঠে।

এরপর থেকে রাজধানী জাকার্তা থেকে জাভার যোগিয়াকার্তা, বান্দুং, সেমারাং, সুরাবায়া ও উত্তর সুমাত্রা প্রদেশের মেদানসহ অন্যান্য প্রধান শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

এই বিক্ষোভ প্রাবোও ক্ষমতা গ্রহণের পর থেকে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা।

সোমবার ইন্দোনেশিয়ার বিশাল দ্বীপপুঞ্জের আশেপাশের বিভিন্ন স্থানে ছাত্র ও বিক্ষোভকারীদের আরো সমাবেশের করা পরিকল্পনা রয়েছে।

সোমবার রাজধানী জাকার্তা জুড়ে পুলিশ চেকপয়েন্ট স্থাপন করেছে এবং একজন পুলিশ মুখপাত্র সম্প্রচারক কম্পাস টিভিকে জানিয়েছেন,  নাগরিকদের ‘সুরক্ষা’ ও নিরাপত্তা দেওয়ার জন্য অফিসাররা শহরে টহল দিচ্ছেন।

বিক্ষোভকারীদের সতর্ক করার জন্য এবং শক্তি প্রদর্শনের জন্য রোববার গভীর রাতে পুলিশ সংসদে সাঁজোয়া গাড়ি ও মোটরবাইকের একটি বহর মোতায়েন করেছে।

এই সংকটের কারণে প্রাবোও এই সপ্তাহে চীনে তার পরিকল্পিত সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে এই সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। 

তার ঘনিষ্ঠ মিত্র প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন রোববার সতর্ক করে দিয়ে বলেছেন, অর্থমন্ত্রীর বাড়ি লুটপাটের পর সামরিক বাহিনী ও পুলিশ ‘দাঙ্গাবাজ ও লুটেরাদের’ বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেবে।

পূর্বাঞ্চলীয় শহর মাকাসারে একটি কাউন্সিল ভবনে শুক্রবার বিক্ষোভকারী কর্তৃক আগুন লাগার ঘটনায় কমপক্ষে তিন জন নিহত হয়েছে।

স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা মুহাম্মদ ফাদলি তাহার রোববার এএফপি’কে বলেন, শুক্রবার মাকাসারে আরেকজনকে গোয়েন্দা কর্মকর্তা সন্দেহে জনতা মারধরের পর হত্যা করা হয়েছে।

যোগকার্তায় আমিকম যোগকার্তা বিশ্ববিদ্যালয় বিক্ষোভে তাদের ছাত্রী রেজা সেন্ডি প্রাতামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

আরো অস্থিরতার আশঙ্কায়, টিকটক শনিবার ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচারটি ‘কয়েক দিনের জন্য’ সাময়িকভাবে স্থগিত করেছে। এই সোশ্যাল মিডিয়া অ্যাপটির ১০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০