ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর মিত্রদের কাছে ইউক্রেনে তার সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেছেন।
তিয়ানজিন থেকে এএফপি জানায়, সোমবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে পুতিন এই সংঘাতের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেছেন। সাড়ে তিন বছর ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হন। একইসঙ্গে পূর্ব ইউক্রেনের বড় অংশও ধ্বংস হয়ে গেছে।
পুতিন বলেন, ‘এই সংকট ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের কারণে সৃষ্টি হয়নি। এর পেছনে রয়েছে ইউক্রেনে একটি অভ্যুত্থান, যা পশ্চিমা দেশগুলোর সমর্থন ও উসকানিতে সংঘটিত হয়েছে।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই সংকটের দ্বিতীয় কারণ হলো ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জন্য পশ্চিমা বিশ্বের অবিরাম প্রচেষ্টা।